বিএনপির আরও ৩৬ জন গ্রেপ্তার

আসামিদের ঢাকার সিএমএম আদালতের হাজতখানা থেকে কারাগারে নেওয়া হচ্ছে। বাইরে স্বজনেরা
ফাইল ছবি

বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর আরও ৩৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ নিয়ে গত ২৮ অক্টোবর থেকে আজ সোমবার পর্যন্ত ঢাকায় বিএনপির ২ হাজার ৬৫৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হলো।

পুলিশ ও আদালত-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার বেলা তিনটা থেকে আজ বেলা তিনটা) গেন্ডারিয়া থানায় বিএনপির একজনকে, কলাবাগান থানায় দুজন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একজন, তেজগাঁও থানায় একজন, মোহাম্মদপুর থানায় একজন, রূপনগর থানায় দুজন, শেরেবাংলা নগর থানায় চারজন, গুলশান থানায় একজন, ভাটারা থানায় দুজন, লালবাগ থানায় চারজন, চকবাজার থানায় একজন, উত্তরা–পূর্ব থানায় দুজন, ধানমন্ডি থানার তিনজন, হাজারীবাগ থানার একজন, যাত্রাবাড়ী থানার ছয়জন, ডেমরা থানার একজন, মুগদা থানার একজন ও খিলগাঁও থানার দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর ও শামসুজ্জামান দুদু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক প্রমুখ।