পুরোনো ঘটনার জেরে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ ও পরে পুলিশের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় তৈরি উত্তেজনা কমাতে আগামীকাল সোমবার শ্রেণি কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে ঢাকা কলেজ কর্তৃপক্ষ। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া আগামী মঙ্গল ও বুধবার সরকারি ছুটি থাকায় কলেজ বন্ধ থাকবে।
আজ রোববার দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত সায়েন্স ল্যাব এলাকায় থেমে থেমে শিক্ষার্থীদের সংঘর্ষ চলে। ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সিটি কলেজের কিছু শিক্ষার্থীও ছিল।
এমন পরিস্থিতিতে আজ বিকেলে ঢাকা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত ৬ মার্চ (সোমবার) কলেজের ক্লাস স্থগিত থাকবে। এ ছাড়া শুভ দোলযাত্রা উপলক্ষে ৭ মার্চ এবং পবিত্র শবে বরাত উপলক্ষে ৮ মার্চ কলেজের সব ক্লাস স্থগিত থাকবে। তবে ৬ ও ৭ মার্চ কলেজের অফিস ও বিভাগগুলো খোলা থাকবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষাসহ যাবতীয় কার্যক্রম যথারীতি চলবে। এ সময় ঢাকা কলেজের অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত থাকবে।
ঢাকা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘৬ মার্চ ঢাকা কলেজে ক্লাস বন্ধ থাকবে। তবে পরীক্ষা-ভাইভা সব চলবে। ৭ মার্চ দোলযাত্রা আর ৮ মার্চ শবে বরাতের জন্য কলেজ বন্ধ থাকবে। সাংঘর্ষিক পরিস্থিতির কারণে মূলত এক দিন আমরা শ্রেণি কার্যক্রমে বিরতি দিয়েছি। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে এক দিনের জন্য ক্লাস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু সামনে দুই দিন সরকারি ছুটি আছে, এর মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় কি না, তা আমরা দেখছি। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমাদের বৈঠক হতে পারে। পরিস্থিতি মোকাবিলা করে কীভাবে সামনে এগিয়ে যেতে পারি, আমরা সেই চেষ্টা করছি।’
অধ্যক্ষ আরও বলেন, ‘(আজ) সকালে সিটি কলেজের ওখানে ঢাকা কলেজের বাস থেকে মারামারি করার জন্য কারা আমার ছাত্রদের ফোর্স করে নামিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীকে এটি খুঁজে বের করতে বলেছি।’