বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

মিরপুর ক্যান্ট পাবলিক স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের আন্তহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৪ আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রফিকুল হাসান, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি+ এবং কমান্ডার, ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড ও সভাপতি পরিচালনা পর্ষদ মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং বিশেষ অতিথি ছিলেন বেগম সুষমা ইয়াসমীন।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল কে এম সোলায়মান আল মামুন, পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন ঢাকার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ এবং আমন্ত্রিত সামরিক অফিসার, বেসামরিক কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। শিক্ষার্থীদের প্যারেড ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে প্রায় ৪০০ শিক্ষার্থীর অংশগ্রহণে ‘আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক একটি ডিসপ্লে অনুষ্ঠিত হয়। ডিসপ্লের মাধ্যমে বাংলাদেশের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধি, ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয় ফুটিয়ে তোলা হয়।

চ্যাম্পিয়ন বংশী হাউস

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম ও সৃজনশীল কাজে অংশগ্রহণ, চারিত্রিক বিকাশ ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন। তথ্যপ্রযুক্তিতে জ্ঞান ও দক্ষতা অর্জন করে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য শিক্ষার্থীদের উপদেশ দেন তিনি। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বংশী হাউস। বিজ্ঞপ্তি