আইন ভঙ্গকারী মালিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে শ্রমিক ছাঁটাই, শ্রমিক নির্যাতন এমনকি গুলিবর্ষণ করা হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)। তারা বলেছে, এভাবে শিল্প সম্পর্ক নষ্ট করে উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে সংকটাপন্ন করা হচ্ছে।
আজ সোমবার সাভারের আশুলিয়ায় তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় গুলিতে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে শ্রমিক হত্যা-নির্যাতন বন্ধের আহ্বান জানিয়েছে টিইউসি।
বিজ্ঞপ্তিতে টিইউসির সভাপতি সহিদুল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান বলেছেন, দীর্ঘদিন ধরে শ্রমিকদের শোষণ–নির্যাতন করা হয়েছে। শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার না দিয়ে গণতন্ত্রের চর্চা করতে দেওয়া হয়নি। অনেকগুলো কারখানায় বকেয়া–বেতন না দিয়ে আগের মতো দমন-পীড়ন চালিয়ে শ্রমিকদের বিক্ষুব্ধ করা হচ্ছে।
টিইউসির নেতারা মনে করেন, বৈষম্যবিরোধী আন্দোলনের ফলে দীর্ঘদিনের বৈষম্যের শিকার শ্রমজীবী মেহনতি মানুষের মধ্যেও অধিকার আদায়ের সংগ্রাম জোরদার করার সাহস জুগিয়েছে। শিল্পে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে অর্থবহ আলোচনার মাধ্যমে ন্যায্য দাবি মেনে নিয়ে যুক্তিযুক্ত সমাধানের পথ বের করতে হবে। শ্রমিক হত্যার বিচার করতে হবে।