লাইফ উইথ আ মেট্রো

১০ মিনিটের উড়াল

আগারগাঁও স্টেশনে মানুষের উল্লাস
ছবি: দীপু মালাকার

টিকিট অফিস মেশিন (টিওএম) বুথের সারিতে সামনের ভদ্রলোক বিক্রয়কর্মীর সঙ্গে কুশলবিনিময় করলেন। হাসিমুখে টিকিট সংগ্রহ করে বিক্রয়কর্মীকে বললেন, ‘খুব ভালো হয়েছে। বাংলাদেশ মনে হচ্ছে না।’

দিয়াবাড়ি স্টেশনে ঘড়িতে তখন সকাল সোয়া ১০টা বাজে। স্টেশনজুড়ে মানুষের ভিড়। বাঙালির কৌতূহল এমনিতেই বেশি। দেশের প্রথম মেট্রোরেল বলে কথা। স্টেশনে ঢোকার সিঁড়ির মুখে পুলিশ ও আনসার সদস্যরা রয়েছেন। লাইন থেকে অল্প অল্প করে মানুষ ঢুকতে দিচ্ছেন তাঁরা।

ভেন্ডিং মেশিনটিও মানুষের চাপ নিতে পারেনি। ‘প্রক্রিয়াগত ত্রুটি’ বলে যাত্রীদের নিরাশ করছে সে। বাধ্য হয়ে সব টিওম বুথে ভিড় করছে সব। তবে হাতে টিকিট পাওয়ার পর এ ভিড়কে আর হ্যাপা মনে করছে না কেউ। এক মা তাঁর কিশোর বয়সী ছেলেকে লাইনে দাঁড় করিয়ে টিকিট করাচ্ছেন। লাইনের পাশে পাশে হাঁটছেন তিনি। ছেলে টিকিট পাওয়ার সঙ্গে সঙ্গেই মা জিজ্ঞেস করছেন, ‘তোমার অনুভূতি কী?’

প্রথম ট্রেন ছেড়েছে সকাল আটটায়। এরপরও আগারগাঁওয়ে অপেক্ষায় যাত্রীরা

উত্তরার দিয়াবাড়ি স্টেশনেও দেখতে কার্ডের মতো টিকিট হাতে নিয়ে এস্কেলেটরে উঠতেই টিকিট কাউন্টারের সেই লোকের কথাগুলো মনে হলো, এ তো দেশের চিরচেনা কোনো পরিবহনব্যবস্থার স্টেশন বা বন্দর নয়। ঝাঁ–চকচকে সব। ট্রেন কখন কোথায় থামছে, কোথায় যাচ্ছে, তা অনবরত কেউ একজন বলে যাচ্ছেন।

নিরাপত্তাবাহিনী ছাড়াও সেখানে রোভার স্কাউটের সদস্যরা আছেন। প্ল্যাটফর্মে বিএএফ শাহীন কলেজের জান্নাতুল ফেরদৌসও আজকের পালার দায়িত্বে আছে। সকাল থেকে দায়িত্ব পালন করছে, মেট্রোতে চড়ার প্রসঙ্গ জিজ্ঞেস করতেই তার উত্তর, ‘অবশ্যই চড়ব। আমরা এখানে ১০০ দিনের জন্য থাকব। এর মধ্যে সুযোগ তো আসবেই।’

কথা বলতেই বলতেই ট্রেন চলে এল। সময় তখন ১০টা ২৫ মিনিট। ট্রেনের ভেতরের ঝকঝকে সবুজ সিটগুলো ভুলিয়ে দেবে, এ দেশে চামড়া ওঠা বাসের সিট বলে কিছু আছে। বেশি সময় অপেক্ষায় রাখেনি মেট্রো। মিনিটখানেক বাদেই সে চলতে শুরু করে। স্টেশন থেকে বের হওয়ার পরেই মেট্রোর গতি টের পাওয়া যায়। আর ট্রেনটি কতটা গতিতে চলছে, তা আরও বোঝা যাবে পাশের লাইন দিয়ে যখন আরেকটি ট্রেন শাঁই করে চোখের পলকে ছুটে যাবে।

মেট্রোরেলে প্রথম উঠছেন তাঁরা

উত্তরা থেকে আগারগাঁও রুটে ট্রেন সরাসরি যাতায়াত করবে। মাঝের যতগুলো স্টেশন আছে, সেখানে থামছে না। তবে স্টেশনগুলো ক্রস করার সময় গতি কিছুটা কমানো হয়। বগির ভেতরে ভিড় নেই। এই মিনিট দশেকের যাত্রাতেই মানুষ এক বগি থেকে আরেক বগিতে যাচ্ছেন। সেলফি, ছবি, ভিডিও তো সঙ্গে আছেই। এদিক–ওদিক তাকাতে তাকাতেই ট্রেনটি আগারগাঁও এসে থামল। নেমে স্টেশন থেকে বের হতে গেলে টিকিটের কার্ডটি পাঞ্চ করার গেটে দিয়ে আসতে হবে। তবেই গেট খুলবে।

এ তো ছিল ফিরতি যাত্রার গল্প। এবার যাত্রার শুরুর অভিজ্ঞতা দিয়েই লেখা শেষ হোক। ভোর থেকে যারা লাইনে দাঁড়িয়ে ছিল, তাদের ডিঙিয়ে গণমাধ্যমকর্মী পরিচয়ে সকাল আটটার পর আগারগাঁও স্টেশনে ঢোকার সুযোগ হলো। দিয়াবাড়ি স্টেশনে যে অভিজ্ঞতা ছিল, সেই একই অভিজ্ঞতা এখানেও। দীর্ঘ লাইনে থেকেও ঢুকতে না পারা, টিকিটি কাটতে না পারা নিয়ে অসন্তোষ। অবশ্য হাতে টিকিট নিয়ে প্ল্যাটফর্মে পা দেওয়ার পর এগুলো আর মনে থাকে না।