রাজধানীর শাহজাহানপুরে মৃত্যুর একদিন পর দশ বছর বয়সী এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম নাদিয়া খাতুন। তার মৃত্যুর বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্ত্রীকে আটক করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় নাদিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের সবুজবাগ জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শাহ আলম মো. আখতারুল ইসলাম।
এই পুলিশ কর্মকর্তা বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে নাদিয়া (১০) ও নাজমা (১৪) নামের দুই বোন শাহজাহানপুরের ফাহাদ বাঁধন নামের এক নারীর বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিল। গত রোববার (২৬ ফেব্রুয়ারি) নাদিয়ার মৃত্যু হয়। পরে তার মরদেহ লাশবাহী ফ্রিজে রাখা হয়। কিন্তু মেয়েটির পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়নি। পরে পুলিশ বিষয়টি জানতে পারে।
শাহ আলম মো. আখতারুল ইসলাম আরও বলেন, গৃহকর্ত্রী ফাহাদ বাঁধনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নাদিয়ার বোন নাজমার কাছ থেকে প্রকৃত ঘটনা জানার চেষ্টা চলছে। এ ঘটনায় ফাহাদ বাঁধনকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।