দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে ১ হাজার ৬ জনের মৃত্যু হলো।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে ঢাকায় নয়জন ও ঢাকার বাইরে আটজন মারা গেছেন। এ সময় ডেঙ্গু নিয়ে ২ হাজার ৮৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৬ হাজার ২৮৮ জন। তাঁদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮৩ হাজার ৮৫১ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ২২ হাজার ৪৩৭ জন রয়েছেন।
এবার ডেঙ্গু দেশের সব জেলায় ছড়িয়ে পড়েছে। জুলাই মাসের শেষ দিকে ঢাকার চেয়ে ঢাকার বাইরে ডেঙ্গু রোগী বেশি হাসপাতালে ভর্তি হওয়া শুরু হয়। এখনো ঢাকার বাইরে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে দ্বিগুণ বা এর বেশি হারে। ঢাকার বাইরে মৃত্যুও বাড়ছে।
জনস্বাস্থ্যবিদেরা আশঙ্কা করছেন, এবার ডেঙ্গু দীর্ঘস্থায়ী হতে পারে। কারণ, থেমে থেমে বৃষ্টি কমছেই না। আবার এর সঙ্গে আছে তীব্র গরম। এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় তৎপরতারও অনেকটাই অভাব আছে।
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ২৮১ জনের মৃত্যুর রেকর্ড হয়েছিল গত বছর। এ ছাড়া ডেঙ্গুতে ২০১৯ সালে মৃত্যু হয়েছিল ১৭৯ জনের। ২০২০ সালে ৭ জন এবং ২০২১ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ১০৫ জনের।