হাইকোর্ট ভবন
হাইকোর্ট ভবন

ঢাকার দুই সিটি

ভবন-স্থাপনার পয়োনিষ্কাশন ও গ্যাসলাইন পরীক্ষায় কমিটি গঠনের নির্দেশ

ঢাকার দুই সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে থাকা ভবন-স্থাপনার পয়োনিষ্কাশন-গ্যাসলাইন পরীক্ষা-নিরীক্ষার জন্য কমিটি গঠন করে ৩০ এপ্রিলের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।

এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকার একটি তিনতলা ভবন ও সিদ্দিকবাজারের একটি সাততলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা উল্লেখ করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে গত বছরের মার্চে একটি রিট করা হয়। রিটের প্রাথমিক শুনানি নিয়ে একই বছরের ১৪ মার্চ হাইকোর্ট রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন। আদেশে ঢাকার দুই সিটি করপোরেশনের ভবন-স্থাপনার পয়োনিষ্কাশন-গ্যাসলাইন পরীক্ষায় বিশেষজ্ঞসহ সংশ্লিষ্ট ব্যক্তির সমন্বয়ে একটি তদারকি দল গঠন করতে বলা হয়।

তবে এ আদেশ বাস্তবায়িত না হওয়ায় বিষয়টি আদালতে উপস্থাপন করে রিট আবেদনকারী পক্ষ। আদালতে রিটের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ শুনানি করেন। তিতাসের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আবুল বাশার টুটুল।

পরে জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, গত বছরের ১৪ মার্চ দেওয়া আদেশ বাস্তবায়িত হওয়ায় আবেদনটি করা হয়। শুনানি নিয়ে আদালত ওয়াসার এমডিকে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুজন প্রতিনিধি এবং ওয়াসা, তিতাস গ্যাস ও রাজউকের একজন করে প্রতিনিধির সমন্বয়ে এই কমিটি গঠন করতে বলা হয়েছে। আদেশ বাস্তবায়ন বিষয়ে ৩০ এপ্রিলের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।