ঢাকায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের তথ্য ডিজিটালি অন্তর্ভুক্তির সময়সীমা বৃদ্ধি

আগ্নেয়াস্ত্র
ফাইল ছবি: রয়টার্স

ঢাকা জেলার আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীদের তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তুত করা ডিজিটাল আর্মস ম্যানেজমেন্ট সিস্টেমে (ডিএএমএস) অন্তর্ভুক্তির সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী রোববার পর্যন্ত লাইসেন্সধারীরা এ সময় পাবেন।

সোমবার ঢাকা জেলা প্রশাসনের ওয়েবসাইটে গণবিজ্ঞপ্তি দিয়ে এই সময়সীমা বাড়ানোর কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত ফরমে তথ্য পূরণ করে তা ঢাকা জেলা প্রশাসন কার্যালয়ের আগ্নেয়াস্ত্র শাখায় জমা দিতে হবে। এর জন্য মূল লাইসেন্স, জাতীয় পরিচয়পত্র ও আয়কর সনদের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি ও লাইসেন্সধারীর স্বাক্ষরের প্রয়োজন হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্ধিত সময়ের মধ্যে তথ্য জমা দিতে ব্যর্থ হলে অথবা লাইসেন্সধারীর অবহেলায় তথ্য আপলোড করা সম্ভব না হলে ডিএএমএসে ব্যবহার করে সংশ্লিষ্ট ব্যক্তির কোনো আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন করা হবে না।