রাজধানীর আজিমপুর কবরস্থানের সামনে থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার হয়েছে। শনিবার বিকেল ৩টার দিকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) হুজাইফা হোসাইন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। ওই বৃদ্ধের নাম আবদুর রশীদ খাঁ (৯০)। তাঁর গ্রামের বাড়ি বরিশাল।
পুলিশ কর্মকর্তা হুজাইফা হোসাইন বলেন, শনিবার বিকেলে পুলিশ খবর পায়, আজিমপুর কবরস্থানের সামনে একটি মরদেহ পড়ে আছে। সেটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আনা হয়। পরে পুলিশের অপারাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহযোগিতায় আঙুলের ছাপের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক তদন্তে তিনি জানতে পেরেছেন, আবদুর রশীদ খাঁয়ের এক ছেলে রাজধানীর কামরাঙ্গীরচরে থাকেন। তিনি ছেলের বাসাতেই থাকতেন। তবে আজিমপুর কবরস্থানের সামনের ভিক্ষুকেরা জানিয়েছেন, দুই দিন আগে আবদুর রশীদকে কবরস্থানের সামনে ফেলে রেখে যাওয়া হয়। শনিবার তিনি সেখানেই মারা যান।