আ.লীগের কমিটি গঠন নিয়ে কড়াইল বস্তিতে সংঘর্ষে নিহত ১

লাশ
প্রতীকী ছবি

রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। তিন নারীসহ আরও সাতজন আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আল আমীন (৩০) মুদিদোকানি ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত সাড়ে আটটার দিকে কড়াইল বস্তির নুরানি জামে মসজিদের ভেতর সংঘর্ষের সূত্রপাত হয়। দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা ও পরে হাতাহাতি হয়। সংঘর্ষ একপর্যায়ে বাইরে ছড়িয়ে পড়ে। উভয় পক্ষ ধারালো অস্ত্র ব্যবহার করে। এতে মুদিদোকানি আল আমীন (৩০), আমজাদ হোসেন (৩৫), মাসুদ আলম (২০), নুর আলম (৩০), জলি আক্তার (৪০), সুমি বেগম (৩৫), ডালিয়া বেগম (৪০) ও নাসির উদ্দিন (৪০) আহত হন। রক্তাক্ত অবস্থায় রাত ১০টার পর তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক আল আমীনকে মৃত ঘোষণা করেন। অন্যরা ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে জানতে চাইলে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আযম মিয়া প্রথম আলোকে বলেন, সম্প্রতি ঢাকা মহানগর উত্তরের ১৯ নম্বর ওয়ার্ডের ১ নম্বর ইউনিটে আওয়ামী লীগের কমিটি গঠন হয়। এতে পদ পাওয়া না পাওয়া নিয়ে দুই পক্ষের বিরোধ চলে আসছিল। মসজিদে এশার নামাজের সময় কোনো কারণে বিষয়টি উঠে আসে। একপর্যায়ে ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মফিজুর রহমান ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি কাদের খানের সমর্থকেরা সংঘর্ষে জড়ান। নিহত আল আমীন ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমানের সমর্থক ছিলেন।

স্থানীয় বাসিন্দা কায়েস মিয়া জানান, আল আমিন রাতে এশার নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন। তিনি কড়াইল বস্তিতে মুদিদোকান চালাতেন। তার বাড়ি কুমিল্লার মুরাদনগরে। তাঁর বাবার নাম মুসলিম উদ্দিন।