উড়ালসড়ক থেকে নেমে ফার্মগেটের দিকে যেতে দুপুরে কিছুটা যানজট, সকালে ফাঁকা

উড়ালসড়ক থেকে নেমে ফার্মগেট অংশে দুপুরের দিকে কিছুটা যানজট দেখা যায়
ছবি: সাজিদ হোসেন

ঢাকা উড়ালসড়ক (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) থেকে নেমে আসা গাড়িগুলো আজ সোমবার সকাল ১০টার দিকে স্বাভাবিকভাবে খামারবাড়ি সিগন্যাল পার হয়েছে। তবে দুপুর ১২টার দিকে খামারবাড়ি থেকে কৃষিবিদ ইনস্টিটিউট হয়ে মেট্রোরেলের নিচ দিয়ে ফার্মগেট যাওয়ার অংশে কিছুটা যানজট দেখা গেছে।

ফার্মগেট অংশ দিয়ে সকাল ১০টার পর থেকে যানবাহনের সারি মাঝেমধ্যে ইসলামিয়া চক্ষু হাসপাতাল পর্যন্ত লম্বা হয়।

খামারবাড়ি টিঅ্যান্ডটি মাঠের সামনের চা-দোকানি ইসলাম মিয়া বলেন, ‘গতকাল অনেক বেশি জ্যাম ছিল। সেই তুলনায় আজ তেমন একটা যানজট লাগেনি। ৮-৯টার দিকে হালকা জ্যাম ছিল।’

ফার্মগেট, ইন্দিরা রোড ও খামারবাড়ি মোড় এলাকায় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যরা বলেন, প্রথম দিনের তুলনায় আজকে পরিস্থিতি স্বাভাবিক আছে। লোকবলও বেশি দেওয়া হয়েছে।

গতকাল রোববার সকাল থেকেই ফার্মগেটের কাছে ইন্দিরা রোডে উড়ালসড়ক থেকে নেমে যানজট দেখা গিয়েছিল। বিকেল পেরিয়ে সন্ধ্যার দিকে আরও বেড়েছিল ওই জট।

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত ঢাকা উড়ালসড়ক (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) গত শনিবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল ওই উড়ালসড়ক দিয়ে দ্রুত ফার্মগেটের দিকে চলে আসা যানবাহনগুলোকে ঢাকার তেজগাঁও ও ফার্মগেটে এসে যানজটে আটকা পড়তে হচ্ছিল।

ইন্দিরা রোডে উড়ালসড়ক থেকে নামার অংশে সকালে ১০ মিনিট দাঁড়িয়ে দেখা গেছে, এ সময়ের মধ্যে উড়ালসড়ক দিয়ে ৯০টির বেশি গাড়ি নেমেছে। এর মধ্যে ৫টি ছোট পিকআপ ছাড়া সব কটি ব্যক্তিগত যান। উড়ালসড়কের নামার অংশে দায়িত্ব পালনকারী একজন নিরাপত্তা প্রহরী জানান, প্রথম দিনের তুলনায় আজকে গাড়ির চাপ কিছুটা কম।  

বেলা পৌনে ১১টার দিকে খামারবাড়ি মোড়ে গিয়ে কথা হয় কয়েকজন ট্রাফিক পুলিশ সদস্যের সঙ্গে। তাঁরা বলেন, মাঝেমধ্যে আসাদগেট ও আগারগাঁওয়ের দিক থেকে আসা গাড়িগুলোকে খামারবাড়ি সিগন্যালে কিছুক্ষণ আটকে থাকতে হচ্ছে। তবে ফার্মগেট ও উড়ালসড়ক থেকে অর্থাৎ ইন্দিরা রোড অংশ থেকে আসা যানবাহনগুলো দ্রুত সিগন্যাল পার হতে পারছে।

তেজগাঁও ট্রাফিক বিভাগের পরিদর্শক (জালাল উদ্দিন) প্রথম আলোকে বলেন, সকালের দিকে চাপ একটু বেশি ছিল। তবে এখন পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক আছে। আর গতকালের তুলনায় খামারবাড়ি মোড়ে আজ অতিরিক্ত ট্রাফিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তিনি আরও বলেন, উড়ালসড়ক দিয়ে উত্তরা-বনানী অংশ থেকে আসা গাড়ি যেগুলো কারওয়ান বাজার, বাংলামোটর বা শাহবাগসহ ওই দিকে যাবে, সেগুলোকে দুটো সিগন্যাল (খামারবাড়ি ও ফার্মগেট) পেরিয়ে অনেকটা ইউ আকৃতিতে ঘুরে কারওয়ান বাজারের দিকে যেতে হচ্ছে। এর প্রভাব আসাদগেট ও আগারগাঁওয়ের দিক থেকে আসা গাড়িগুলোতে পড়ছে।