সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন
সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন

সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন তিন দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে শামীম হাওলাদার নিহত হওয়ার ঘটনায় করা হত্যা মামলায় সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ শুক্রবার বিকেলে এ আদেশ দেন।

পুলিশ ও আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, গত ২০ জুলাই রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হন শামীম হাওলাদার। আহত শামীমকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তাঁর মৃত্যু হয়। শামীমকে হত্যার ঘটনায় তাঁর পরিবারের সদস্যরা ১৮ অক্টোবর মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন।

জাকির হোসেনকে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

আজ জাকির হোসেনকে শামীম হাওলাদার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে মোহাম্মদপুর থানা-পুলিশ। অন্যদিকে আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আসামি জাকির হোসেনকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত।

কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য জাকির হোসেনের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ নিয়ে গত মাসে অনুসন্ধান শুরু করে দুদক। দুদক জানায়, প্রতিমন্ত্রী জাকির হোসেনের বিরুদ্ধে নিজ নামে কুড়িগ্রামের রৌমারী এলাকায় ১০ শতাংশ জমিসহ দোতলা বাড়ি, ৩ দশমিক ২৮ একর জমিতে মার্কেট, চাতাল ও বিভিন্ন ব্যাংক এবং ব্যবসায় বিনিয়োগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাঁর নামে ৫ কোটি ১৮ লাখ ৯০ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। প্রতিমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কুড়িগ্রামের ২৬টি বিদ্যালয়কে শিশু কল্যাণ ট্রাস্টে অন্তর্ভুক্তির জন্য অনুমোদন দেন তিনি।