গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি মিরনজিল্লা কলোনিতে উপস্থিত হয়ে হরিজন সম্প্রদায়ের মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করেন। ঢাকা, ১৩ জুন
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি মিরনজিল্লা কলোনিতে উপস্থিত হয়ে হরিজন সম্প্রদায়ের মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করেন। ঢাকা, ১৩ জুন

মিরনজিল্লা কলোনিতে উচ্ছেদ অভিযান বন্ধের দাবি গণসংহতির

পুরান ঢাকার বংশালে মিরনজিল্লা কলোনিতে হরিজন সম্প্রদায়ের বস্তি উচ্ছেদ অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছে গণসংহতি আন্দোলন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন তাদের নিজেদের জায়গায় হরিজন সম্প্রদায়ের বস্তি উচ্ছেদ অভিযান চালাচ্ছে।

গণসংহতি আন্দোলন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আজ বৃহস্পতিবার দুপুরে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি মিরনজিল্লা কলোনিতে উপস্থিত হয়ে হরিজন সম্প্রদায়ের মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করেন। তিনি বলেন, হরিজন সম্প্রদায়ের মানুষ এই বস্তিতে বংশানুক্রমে বসবাস করছেন। তাঁদের বাসস্থানের ব্যবস্থা না করে উচ্ছেদ করে সেই স্থানে কাঁচাবাজার তৈরির ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সিদ্ধান্ত অমানবিক।

গণসংহতির পক্ষ থেকে উচ্ছেদ অভিযানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তা অবিলম্বে তা বন্ধের দাবি জানান জোনায়েদ সাকি।

এ সময় আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব সেলিমুজ্জামান প্রমুখ।