রাজধানীর ভাটারা থানার নতুন বাজার এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতা-কর্মীরা পাল্টাপাল্টি মিছিল করেছেন। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, কোটা সংস্কারের দাবিতে ভাটারার ১০০ ফিট এলাকার ইউআইইউ বিশ্ববিদ্যালয়ের থেকে শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে নতুন বাজার মূল সড়কে আসেন। একই সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা পাল্টা মিছিল বের করেন। এতে আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
কয়েকজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য, দুই পক্ষের মিছিলকে কেন্দ্র করে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা-কর্মীদের হাতে লাঠিসোঁটা দেখা যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
অবশ্য দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার বিষয়টি অস্বীকার করেছে পুলিশ। পুলিশের বাড্ডা জোনের সহকারী কমিশনার রাজন কুমার সাহা প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করছেন। ছাত্রলীগের নেতা-কর্মীরাও রয়েছেন। কোনো পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেনি।