রাজধানীর মিরপুরের স্বপ্ননগর আবাসনে বয়ে যাচ্ছে আনন্দলহরী। আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন সকাল ৮টা থেকে এই সুপরিসর আবাসিক এলাকায় প্রথম আলোর আয়োজনে চলছে ‘আনন্দমেলা’।
আবাসনের বাসিন্দাদের নিয়ে প্রথম আলোর এই আয়োজনের টাইটেল স্পনসর করেছে এসিআই পিওর।
মিরপুর ৯ নম্বর সেকশনের স্বপ্ননগর আবাসিক এলাকার ১০টি বহুতল ভবনের ১ হাজার ৪০টি ফ্ল্যাটের বাসিন্দাসংখ্যা ছয় হাজারের বেশি। তাঁদের জন্যই ছুটির দিনে এই আয়োজন।
চারপাশে প্রাচীরঘেরা আবাসনের আয়তন ২১ একর। নির্মাণ করেছে সরকারের জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ।
দুই পাশে আবাসিক ভবনের সারি। মাঝখানে বিশাল সবুজ ঘাসে ঢাকা মাঠ। সেখানেই চলছে আনন্দমেলার কার্যক্রম।
সকালে আনন্দমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আবাসন সোসাইটির সভাপতি সাবেক সচিব মো. নুরনবী তালুকদার।
এরপর শুরু হয়ে যায় দিনব্যাপী আনন্দমেলায় কার্যক্রম। এতে ছিল শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, বিস্কুট দৌড়, চকলেট দৌড়।
প্রতিযোগিতার পরে আনন্দমেলা মঞ্চে শুরু হয় ম্যাজিক শো, পুতুলনাচ, পাপেট নাচ। এরপরে ছিল প্রথম আলোর যুব কার্যক্রমের সমন্বয় মুনির হাসানের পরিচালনায় রোবট শো। পরে মধ্যাহ্নবিরতি।
বিকেলের পর্বে থাকছে নারী অভিভাবকদের জন্য বালিশ খেলা, পুরুষ অভিভাবকদের জন্য মিউজিক্যাল চেয়ার। সংগীত, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।
প্রথম আলোর এই আয়োজন সম্পর্কে আবাসনটির পরিষেবা সম্পাদক প্রকৌশলী আনিসুর রহমান বলেন, দীর্ঘদিন করোনা মহামারি ও সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এখানের বাসিন্দাদের মনে চাপ সৃষ্টি করেছিল। এই চাপ কাটাতে এমন একটি নির্মল আনন্দ আয়োজনের খুব দরকার ছিল।
আয়োজনে সহায়তায় রয়েছে কিষোয়ান, স্যাভলন, নিউজিল্যান্ড ডেইরি, এয়ার অ্যাস্ট্রা, সান কুইক, বাবুল্যান্ড, নিউট্রি, স্যাভয় আইসক্রিম ও মোজো।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলো বন্ধুসভার বন্ধু মেঘা থেতান ও অনিক সরকার।