অন্তত দুই সপ্তাহ ধরে ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা কমছে। ঢাকার বাইরে রোগী বাড়লেও সেই প্রবণতা গত সপ্তাহে কিছুটা কমে এসেছে। ডেঙ্গুতে পুরুষেরা বেশি আক্রান্ত হচ্ছেন; কিন্তু মারা যাচ্ছেন বেশি নারীরা।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চ্যুয়াল ব্রিফিংয়ে এসব কথা বলেন অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক মো. শাহাদাত হোসেন। আজ রোববার বেলা আড়াইটায় এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
অধ্যাপক শাহাদাত হোসেন বলেন, গত সপ্তাহে সর্বমোট ১৫ হাজার ৩৫৪ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫ হাজার ৯৬৭ জন এবং ঢাকার বাইরে ৯ হাজার ৩৮৭ জন রোগী ভর্তি হন। গত সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ঢাকায় কমেছে, তবে বাইরে বেড়েছে।
মো. শাহাদাত হোসেন ব্রিফিংয়ে আরও বলেন, ডেঙ্গু সংক্রমণের ৩৩তম সপ্তাহ চলছে। ঢাকায় ২৯ থেকে ৩০তম সপ্তাহের মধ্যে সর্বাধিক আক্রান্ত ছিল। এর পর থেকে ঢাকায় আক্রান্তের সংখ্যা কমেছে। ঢাকার বাইরে ৩১ থেকে ৩২তম সপ্তাহের মধ্যে আক্রান্তের সংখ্যা সর্বাধিক ছিল। তবে গত এক সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা কমছে।
ডা. শাহাদাত হোসেন বলেন, এখন ঢাকা মহানগরীর সরকারি হাসপাতালগুলোর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সবচেয়ে বেশি ৩১৫ জন রোগী ভর্তি আছেন। এরপর রয়েছে যথাক্রমে মুগদা জেনারেল হাসপাতাল এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল। তিনি বলেন, এখন ঢাকা মহানগরীর সরকারি হাসপাতালগুলোয় ১ হাজার ৯৭৪ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। শয্যা আছে ২ হাজার ৬০০–এর বেশি। অর্থাৎ প্রায় ৬০০ শয্যা খালি আছে।
ডা. শাহাদাত হোসেন বলেন, ডেঙ্গুতে ঢাকায় এবং ঢাকার বাইরে সম্ভবত সংক্রমণের চূড়ায় পৌঁছানো গেছে। আর কিছুদিন পর্যবেক্ষণ করলে বিষয়টি স্পষ্ট হবে।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে আটজন রাজধানীর বিভিন্ন হাসপাতালে মারা গেছেন। একই সময়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৯৮৩ জন।
গতকাল শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গতকাল সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৭৩৮ এবং রাজধানীর বাইরের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ২৪৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
এ নিয়ে আগস্ট মাসেই ২১৫ জন মারা গেলেন। দেশের ইতিহাসে ১৯ দিনে ২১৫ জনের মৃত্যুর ঘটনা এই প্রথম। আর জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ৪৬৬ জনের মৃত্যু হয়েছে। দেশের ইতিহাসে প্রথম আট মাসে এত মানুষের মৃত্যুর তথ্যও এই প্রথম।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৯৭ হাজার ৮৬০ জন আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ৮৯ হাজার ৪৯৯ জন।