অধ্যাপক আনু মুহাম্মদকে গতকাল সোমবার দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। গতকালের
অধ্যাপক আনু মুহাম্মদকে গতকাল সোমবার দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। গতকালের

আনু মুহাম্মদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল: চিকিৎসক

ট্রেন থেকে নামার সময় পড়ে গিয়ে আহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আনু মুহাম্মদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

আনু মুহাম্মদ রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল আজ মঙ্গলবার তাঁর কার্যালয়ে প্রথম আলোকে বলেন, ‘আনু মুহাম্মদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তিনি শঙ্কামুক্ত।’

অস্ত্রোপচারের বিষয়ে মেডিকেল বোর্ড আনু মুহাম্মদের শারীরিক অবস্থা ও পরীক্ষা-নিরীক্ষার ফলাফল পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবে বলে জানান পার্থ শংকর পাল।

তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সাবেক সদস্যসচিব আনু মুহাম্মদ জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সোচ্চার। দিনাজপুরে একটি স্মরণসভায় অংশ নিয়ে গত রোববার তিনি ট্রেনে করে ঢাকায় ফিরছিলেন। রাজধানীর খিলগাঁওয়ে ট্রেন থেকে নামার সময় তিনি দুর্ঘটনার শিকার হন। এতে তাঁর বাঁ পায়ের পাঁচটি ও ডান পায়ের একটি আঙুল ক্ষতিগ্রস্ত হয়েছে।

চিকিৎসকেরা জানিয়েছেন, আনু মুহাম্মদের পায়ের আঙুল মারাত্মকভাবে থেঁতলে গেছে। এতে আঙুলের টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে।

আনু মুহাম্মদকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসা দেওয়া হয়। গতকাল সোমবার দুপুরের দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

আজ দুপুরে বার্ন ইনস্টিটিউটে গিয়ে কথা হয় আনু মুহাম্মদের স্ত্রী শিল্পী বড়ুয়ার সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, আজ আনু মুহাম্মদের কিছু শারীরিক পরীক্ষা করা হচ্ছে। তাঁর পায়ে হয়তো অস্ত্রোপচার করা লাগতে পারে। সে বিষয়ে চিকিৎসকেরা এখনো বিস্তারিত জানাননি।

আনু মুহাম্মদের চিকিৎসার জন্য স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেনের নেতৃত্বে ১৮ সদস্যের একটি মেডিকেল বোর্ড করা হয়েছে। বোর্ডের পরামর্শ অনুযায়ী তাঁর চিকিৎসা চলছে বলে জানিয়েছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল।