প্রতিবাদী প্ল্যাকার্ড হাতে সমবেত হাজারো মানুষকে নানা স্লোগান দিতে যায়। আজ শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে
প্রতিবাদী প্ল্যাকার্ড হাতে সমবেত হাজারো মানুষকে নানা স্লোগান দিতে যায়। আজ শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ, যান চলাচল বন্ধ

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ করছেন হাজারো মানুষ। আজ শনিবার বেলা তিনটার দিকে এই বিক্ষোভ শুরু হয়। এতে শাহবাগ ও আশপাশের সড়কগুলোয় যান চলাচল বন্ধ রয়েছে।

ছাত্র-জনতার গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সংঘটিত হামলা, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে এই সমাবেশে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ অংশ নিয়েছেন।

বিক্ষোভ সমাবেশে কারও হাতে, কারও মাথায় বাঁধা অবস্থায় জাতীয় পতাকা দেখা যায়। সমাবেশ থেকে তাঁরা বিভিন্ন স্লোগানও দিচ্ছেন। ‘জাগো রে জাগো, হিন্দু জাগো’, ‘তুমি কে আমি কে, হিন্দু হিন্দু’, ‘স্বাধীন দেশে স্বাধীন নাই’, ‘জ্বালাও পোড়াও বন্ধ করো, মানুষ হওয়ার চেষ্টা করো’, ‘তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি’, ‘অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’ প্রভৃতি স্লোগান শোনা যায় সমবেত লোকজনের মুখে।

বিক্ষোভ সমাবেশে অনেকের হাতে বিভিন্ন দাবিসংবলিত পোস্টারও দেখা যায়। এর মধ্যে রয়েছে ‘দেশটা আজও স্বাধীন নয়, আমার মন্দিরে হামলা হয়’, ‘হিন্দুদের নিরাপত্তা চাই’, ‘স্বাধীন দেশে সংখ্যালঘুরা স্বাধীন না কেন’, ‘মন্দিরে হামলা কেন? জবাব চাই জবাব চাই’, ‘প্লিজ সেভ বাংলাদেশি হিন্দু’, ‘সংখ্যালঘুদের সুরক্ষা চাই, আমরা কেন স্বাধীন নাই’ প্রভৃতি।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকসমাজসহ বিভিন্ন সামাজিক সংগঠনও বিক্ষোভ সমাবেশে সংহতি জানিয়েছে। সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে এর আগে গতকাল শুক্রবারও শাহবাগে হিন্দু সম্প্রদায়ের হাজারো মানুষ বিক্ষোভ সমাবেশ করেন।