রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় আজ বৃহস্পতিবার সন্ধ্যায় চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে। তাঁর নাম আরাফাত ইয়াসিন (২৫)। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা ২৩ জনে দাঁড়াল।
আরাফাত ইয়াসিন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। তাঁর বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জের দরবেশপুরে। বাবার নাম আবদুল খালেক। তিনি রাজধানীর মগবাজারের মধুবাগে থাকতেন। কাজ করতেন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত সাততলা ভবনের বেজমেন্টে বাংলাদেশ স্যানিটারি নামের দোকানে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইয়ুব হোসেন আজ রাতে প্রথম আলোকে বলেন, আরাফাত ইয়াসিনের শরীরের ৫৫ ভাগ পুড়ে গিয়েছিল।
হাসপাতাল সূত্র জানায়, সিদ্দিকবাজারে ভবন বিধ্বস্ত হওয়ার ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখনো ২৩ জন চিকিৎসাধীন।
গত মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানের বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে কুইন স্যানিটারি মার্কেট হিসেবে পরিচিত সাততলা ভবনে বিস্ফোরণ ঘটে। এতে ভবনটির বেজমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয়। দুই পাশে লাগোয়া দুটি ভবনের কিছু অংশও ক্ষতিগ্রস্ত হয়।