লাশ
লাশ

বংশালে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে শ্রমিক নিহত

রাজধানীর বংশালের নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে বংশালের রথখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ওই শ্রমিকের নাম মো. হাফিজ সিকদার (৪০)। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। বাবার নাম সানু সিকদার। তিনি ঢাকার দয়াগঞ্জ এলাকায় থাকতেন।

বংশাল থানার উপপরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন বলেন, নির্মাণাধীন ভবনের দেয়াল ঘেঁষে মাটি খুঁড়ছিলেন হাফিজ। এ সময় দেয়ালটি ধসে নিহত হন তিনি। তাঁর মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (মিডফোর্ড) মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় কারও অবহেলা আছে কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।