রাজধানীর মগবাজারে রেলক্রসিংয়ে আটকে পড়া গাড়িতে ট্রেনের ধাক্কা লাগলে সেটি দুমড়েমুচড়ে যায়
রাজধানীর মগবাজারে রেলক্রসিংয়ে আটকে পড়া গাড়িতে ট্রেনের ধাক্কা লাগলে সেটি দুমড়েমুচড়ে যায়

মগবাজার রেলক্রসিংয়ে আটকে পড়া গাড়িতে ট্রেনের ধাক্কা

রাজধানীর মগবাজারে রেলক্রসিংয়ে আটকে পড়া দুটি গাড়িতে ট্রেনের ধাক্কা লেগেছে। এতে গাড়ি দুটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। আজ রোববার সন্ধ্যা ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ বলছে, ট্রেন আসার আগে প্রতিবন্ধক দণ্ড নামাচ্ছিলেন লাইনম্যান। এর আগেই দুটি গাড়ি সামনে চলে যায়। কিন্তু সামনে যানজট থাকায় গাড়ি দুটি রেললাইনের ওপর আটকে যায়। তখন ট্রেন এসে ধাক্কা দিলে গাড়ি দুটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন প্রথম আলোকে বলেন, একটি প্রাইভেট কার ও একটি মাইক্রোবাস আটকে গিয়েছিল। ট্রেন এসে ধাক্কা দেওয়ার আগে চালক ও যাত্রীরা গাড়ি থেকে নেমে যান। চালকেরা ক্ষতিগ্রস্ত গাড়িগুলো নিয়ে গেছেন।