গ্যাস
গ্যাস

রাজধানীর পল্লবীতে গ্যাসের আগুনে দগ্ধ একজনের মৃত্যু

রাজধানীর পল্লবীতে গ্যাসের আগুনে দগ্ধ আবদুল খলিল (৪০) নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান দগ্ধ খলিলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, খলিলের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। একই ঘটনায় দগ্ধ আরও ছয়জন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।

গত শনিবার দিবাগত রাতে পল্লবীর একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের পাঁচ সদস্যসহ মোট সাতজন দগ্ধ হন। পরে উদ্ধার করে তাঁদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

মৃত খলিলের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার। তিনি ঢাকায় রংমিস্ত্রির কাজ করতেন।

খলিলের বড় ভাই মো. মিলল বলেন, লিকেজ থেকে ওই বাসার একটি কক্ষে গ্যাস জমে ছিল। মশার উৎপাতের কারণে খলিল রাত তিনটার দিকে কয়েল ধরানোর জন্য ম্যাচের কাঠি ধরাতে গেলে কক্ষটিতে আগুন ধরে যায়। এতে সবাই দগ্ধ হন।