নিরাপদ সড়ক ব্যবস্থাপনার মাধ্যমে মানুষের মৃত্যুঝুঁকি কমানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। এ ক্ষেত্রে সবার সম্মিলিত প্রচেষ্টা ও কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি।
আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইলিয়াস কাঞ্চন। জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে নিসচা। এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় ইলিয়াস কাঞ্চন বলেন, উন্নত দেশের মতো নিরাপদ সড়ক ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য ‘সেফ সিস্টেম অ্যাপ্রোচ’ বাস্তবায়ন করা প্রয়োজন। যার মাধ্যমে সড়ক দুর্ঘটনায় মানুষের মৃত্যু ও পঙ্গুত্বের হার কমানো সম্ভব। এই পদ্ধতিতে রয়েছে বহুমুখী পরিবহনব্যবস্থা, নিরাপদ সড়ক, যানবাহন, সড়ক এবং আইনি ও নীতি কাঠামো। দেশে বিশ্বব্যাংকের সহযোগিতায় বাংলাদেশ রোড সেফটি প্রকল্পে যে বরাদ্দ রয়েছে, তা সম্পূর্ণ সেফ সিস্টেম অ্যাপ্রোচের কাজে ব্যবহার করা প্রয়োজন। যেন মানুষের জীবনের মৃত্যুঝুঁকি কমে।
ইলিয়াস কাঞ্চন বলেন, সড়ক দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতির ব্যাপকতা বহুমাত্রিক হওয়ায় সরকারের একার পক্ষে এটি নিরসন করা সম্ভব নয়। প্রয়োজন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান এবং বিশেষজ্ঞ ব্যক্তিদের সম্মিলিত প্রচেষ্টা এবং কার্যকর উদ্যোগ। সড়ক পরিবহন আইনে কিছু কার্যকর বিষয় থাকলেও সীমাবদ্ধতা রয়েছে।
অতিরিক্ত গতি, স্টান্ডার্ড হেলমেট ও সিটবেল্ট ব্যবহার না করা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, শিশুদের জন্য নিরাপদ আসন বিবেচনায় রেখে সেফ সিস্টেম অ্যাপ্রোচের আলোকে যথাযথ আইন ও বিধিমালা বাস্তবায়িত হলে সড়ক নিরাপদ হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সংগঠনের মাসব্যাপী কর্মসূচির আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক আজাদ হোসেনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন মহাসচিব লিটন এরশাদ।