অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে সুইজারল্যান্ডের জেনেভায় হামলা ও অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সমাবেশে বলা হয়, ভবিষ্যতে কোনো উপদেষ্টার ওপর হামলা হলে হামলাকারীদের বিচার এ দেশে হবে, আন্তর্জাতিকভাবেও বিচার হবে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে আজ সোমবার দুপুরে এই সমাবেশ হয়। ‘আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকারের অব্যাহত রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্রের প্রতিবাদে আইনজীবী সমাবেশ’— ব্যানারে ওই সমাবেশ করে ফোরাম।
সমাবেশে ফোরামের সভাপতি জয়নুল আবেদীন বলেন, উপদেষ্টা আসিফ নজরুলের ওপর হামলার কারণে সারা দেশের মানুষ, ছাত্রসমাজ ও আইনজীবীরাও গর্জে উঠেছেন। ভবিষ্যতে এ ধরনের হামলা যদি কোনো উপদেষ্টার ওপর হয়, তাহলে হামলাকারীদের বিচার এ দেশে হবে, আন্তর্জাতিকভাবেও বিচার হবে। তিনি বলেন, ‘সাধারণ জনগণ শেখ হাসিনাকে চিরদিনের জন্য বিদায় দিয়েছে। চিরদিনের জন্য তিনি পালিয়ে গিয়েছেন। বাংলাদেশের মানুষ আর তাঁকে (শেখ হাসিনা) এ দেশে স্থান দেবে না এবং কোনো দিন তাঁর আগমনকে মেনে নেবে না।’
আওয়ামী লীগের ইতিহাস মানেই ফ্যাসিজম, খুন–ধর্ষণ, গণতন্ত্রকে হত্যা করা উল্লেখ করে ফোরামের মহাসচিব কায়সার কামাল বলেন, ‘আইনজীবীদের এখন আরও সচেতন থাকতে হবে। তিনি (শেখ হাসিনা) বলেছেন, টুপ করে নাকি দেশে ঢুকে পড়বেন।’
ফোরামের প্রচার সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান খানের সঞ্চালনায় সমাবেশে ফোরামের যুগ্ম মহাসচিব মো. রুহুল কুদ্দুস, মোহাম্মদ আলী ও গাজী তৌহিদুল ইসলাম এবং ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।