পলিথিন ব্যাগ
পলিথিন ব্যাগ

পলিথিনবিরোধী অভিযান

১৬ প্রতিষ্ঠানকে ৬২ হাজার ৮০০ টাকা জরিমানা

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রি, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৬টি প্রতিষ্ঠানকে ৬২ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। একই সময়ে জব্দ করা হয়েছে ১৪১ কেজি পলিথিন। পরিবেশ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ ঘোষণা অনুযায়ী, সারা দেশে নিষিদ্ধঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে পরিবেশ অধিদপ্তর। গত রোববার (৩ নভেম্বর) থেকে এ অভিযান শুরু হয়।

এদিকে গতকাল বুধবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ চট্টগ্রামের সার্কিট হাউসে একটি পরিবেশবিষয়ক মতবিনিময় সভা করেছেন। সভায় পাহাড় কাটা, বন সংরক্ষণ, হাতি সংরক্ষণ, পলিথিন ও পলিপ্রোপাইলিন ব্যাগ ব্যবহার বন্ধ নিয়ে আলোচনা হয়। সভায় বিভাগীয় কমিশনার, প্রধান বন সংরক্ষক, জেলা প্রশাসক, চট্টগ্রামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিনিধি উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে সচিব শহরের আকবরশাহ এলাকার পাহাড় কাটার স্থান এবং সুপারমার্কেট পরিদর্শন করেন। তিনি সেখানে পলিথিন ব্যাগ ব্যবহারে না করতে সংশ্লিষ্ট সবাইকে জনসচেতনতা বাড়াতে আহ্বান জানান।