দুই দিন আগে মোটরসাইকেল কিনে দেওয়া হয়েছিল আরাফাত ইসলামকে (২০)। সেই মোটরসাইকেল নিয়ে বেরিয়েছিলেন শুক্রবার রাতে। দুর্ঘটনায় জখম হন তিনি। আজ শনিবার সকালে প্রাণ গেল তাঁর।
আরাফাত ইসলাম রাজধানীর আবুজর গিফারী কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাবা আল আমিন পেশায় ফল ব্যবসায়ী। পরিবার নিয়ে তিনি মতিঝিল এলাকায় বসবাস করেন। তাঁদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জে।
কলেজছাত্র আরাফাতের মামাতো ভাই সৈয়দ মো. সৈকত প্রথম আলোকে বলেন, দুই দিন আগে আরাফাতকে মোটরসাইকেলটি কিনে দেওয়া হয়। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর মতিঝিলের আরামবাগে রয়্যাল ডিলাক্স কাউন্টারের সামনে মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর জখম হন তিনি। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আজ সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরাফাত ইসলাম মারা যান। ময়নাতদন্তের জন্য আরাফাতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।