প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

কর্মশালায় প্রধান বিচারপতি

আইনজীবীদের ন্যায়বিচারের অংশীদার হিসেবে দায়িত্ব পালন করতে হবে

শুধু মক্কেলের প্রতিনিধি হিসেবে নয়; বরং ন্যায়বিচারের অংশীদার হিসেবে দায়িত্ব পালন করতে আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শনিবার এক কর্মশালায় তিনি এ আহ্বান জানান।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নতুন সদস্যদের জন্য সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান বিচারপতি বলেন, ‘সুপ্রিম কোর্ট শুধু ন্যায়বিচারের আসনই নয়; বরং সংবিধানের রক্ষক, অধিকার রক্ষাকারী এবং জাতির বিবেক। আমাদের প্রাঙ্গণের মধ্যে ঘটা সাম্প্রতিক বিভিন্ন ঘটনা ও আচরণ কখনো কখনো মনে করিয়ে দিয়েছে, যে আদর্শকে আমরা শ্রদ্ধা করি ও ধারণ করি, তা কমেছে।’

আইনের পথ চ্যালেঞ্জমুক্ত নয় উল্লেখ করে সৈয়দ রেফাত আহমেদ বলেন, ‘সাহস, সততা এবং ন্যায়বিচারের আদর্শের প্রতি অঙ্গীকার নিয়ে জাতির প্রতি যেন আমাদের দায়িত্ব পালন করতে পারি। নিজেদের এবং আগামী প্রজন্মের জন্য ন্যায় ও ন্যায়ের দৃঢ় অভিভাবক হিসেবে দাঁড়াতে বেঞ্চ ও বারকে (আইনজীবী সমিতি) একসঙ্গে কাজ করতে হবে।’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলামের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

কর্মশালায় আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন প্রমুখ বক্তব্য দেন। সঞ্চালনা করেন সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক মো. মাহফুজুর রহমান (মিলন)।