ঢাকা ভ্রমণে আসা অস্ট্রেলীয় ইউটিউবার ও ফুড ব্লগার লিউক ডেম্যান্টকে হেনস্তার অভিযোগে মো. কালু (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর গ্রামের বাড়ি মাদারীপুরে।
আজ সোমবার ট্যুরিস্ট পুলিশ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে মো. কালুকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছে।
ট্যুরিস্ট পুলিশ সূত্র জানায়, লিউক ডেম্যান্ট চার দিন আগে ফেসবুকে একটি ট্রাভেল ভিডিও আপলোড করেন। সেখানে দেখা যায়, কারওয়ান বাজারে এক প্রবীণ ব্যক্তি তাঁর সঙ্গে বিরক্তিকর আচরণ করছেন। ট্যুরিস্ট পুলিশের নজরে এলে বিষয়টি তেজগাঁও থানা-পুলিশকে জানানো হয়।
তেজগাঁও থানা-পুলিশ হাতিরঝিল থানার একটি দলের সহায়তায় গতকাল রোববার রাত আনুমানিক ১২টায় কারওয়ান বাজার রেলক্রসিংয়ের কাছ থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে। এরপর তাঁকে আদালতে পাঠানো হয়।
ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিউক ডেম্যান্টকে হেনস্তা করার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন গ্রেপ্তার কালু।