রাজধানীর বনানীতে পুলিশ চেকপোস্টে গুলিবিদ্ধ হয়ে আশরাফুজ্জামান ওরফে রনি (২২) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৬টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, আশরাফুজ্জামান নিজের ইস্যুকৃত পিস্তল দিয়ে বুকে গুলি করে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। প্রেমঘটিত কারণে হতাশা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
পুলিশ সূত্র জানায়, বনানী ১১ নম্বর রোডের চেকপোস্টে সকাল থেকে দায়িত্ব পালন করছিলেন আশরাফুজ্জামান। সেখানে একটি বাথরুমে গিয়ে নিজেই নিজের বুকে গুলি করেন। তাঁর ঘটনার সময় সেখানে তিনি একাই ছিলেন। গুলির শব্দ পেয়ে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আশরাফুজ্জামান পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণ বিভাগের এএসটিএফ কোম্পানিতে কর্মরত ছিলেন। থাকতেন মিরপুর পুলিশ লাইনসে। পুলিশ কনস্টেবলদের মধ্যে যাঁরা চেকপোস্টে দায়িত্বপালন করেন, তাঁদের কাছে পিস্তল থাকে।
আশরাফুজ্জামানের ফেসবুক ঘেটে দেখা গেছে, তিনি রনি আহমেদ নামের ফেসবুক চালাতেন। সেখানে সর্বশেষ যে স্ট্যাটাস দিয়েছেন, তাতে লেখা, ‘আমার জন্য আমিই দায়ী’।
গুলশান বিভাগের উপকমিশনার শহিদুল্লাহ প্রথম আলোকে বলেন, তাঁর ফেসবুক স্ট্যাটাস ও মুঠোফোনের কথোপকথনের তথ্য যাচাই-বাছাই চলছে। তিনি গতকাল বুধবার রাতে দীর্ঘক্ষণ এক মেয়ের সঙ্গে কথা বলেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি প্রেমঘটিত কারণে আত্নহত্যা করে থাকতে পারেন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, আশরাফুজ্জামানের মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বড় ভাই আখতারুজ্জামান বলেন, ‘পারিবারিক কোনো সমস্যা ছিল না। গতকালও কথা হয়েছে। তখন তিনি স্বাভাবিকভাবে আমাদের সঙ্গে কথা বলেছেন।’
আখতার বলেন, ঢাকার ধামরাই উপজেলার চন্দ্রপাড়া গ্রামে তাঁদের বাড়ি। তিনি ২০২০ সালে চাকরিতে যোগ দিয়েছিলেন।