বইমেলায় স্টলভাড়া অর্ধেক কমানো, প্যাভিলিয়ন বাতিলসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছেন বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির সদস্যরা। তাঁরা কাগজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিরও প্রতিবাদ জানিয়েছেন।
আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির সদস্যরা এ প্রতিবাদ জানান। পাশাপাশি বিগত সরকারের সুবিধাভোগী প্রকাশকদের বিচার ও তাদের ‘লুটপাটের’ শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন।
মানববন্ধনে সমিতির সভাপতি সাঈদ বারীসহ অন্য সদস্যরা বক্তব্য দেন। তাঁরা বলেন, জুলাই-আগস্টের বিপ্লবে স্বৈরাচার পালালেও স্বৈরাচারের দোসররা এখনো বিভিন্নভাবে বিপ্লবীদের পরাজিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা সংস্কৃতি মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন অফিসে সুকৌশলে কাজ করছে, সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে চেষ্টা করছে।
সমিতির সদস্যরা অভিযোগ করেন, বিগত সরকার শুধু বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রকাশনার নাম করে শত শত কোটি টাকা লুটপাট করেছে। এর সঙ্গে জড়িতদের বিচার করতে হবে।
মানববন্ধনে প্রকাশক দেলোয়ার হাসান, মো. হেলাল উদ্দিন, শিহাব বাহাদুর, জামাল উদ্দিন, মশিউর রহমান, মো. মনিরুজ্জামান, শরিফুল হক শাহজি, মহিউদ্দিন কলি প্রমুখ বক্তব্য দেন।