এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের সহযোগিতায় ‘সাপোর্ট’ নামের একটি বিশেষ উদ্যোগ নিয়েছে মিরপুর মডেল থানা পুলিশ। এর আওতায় জরুরি কোনো পরিস্থিতিতে সেবা পাবেন পরীক্ষার্থীরা।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, এই উদ্যোগের আওতায় ভুল কেন্দ্রে আসা পরীক্ষার্থীকে পুলিশের গাড়িতে করে মূল কেন্দ্রে বা যানজটে আটকে পড়া পরীক্ষার্থীকে পুলিশের মোটরসাইকেলে করে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।
ভুল করে প্রবেশপত্র বাসায় রেখে এসেছে এমন পরীক্ষার্থীদের বাসায় নিয়ে গিয়ে প্রবেশপত্রসহ আসার জন্যও মিরপুর থানা–পুলিশ সহযোগিতা করবে বলেও জানান মিরপুর মডেল থানার ওসি।
গতকাল বৃহস্পতিবার থেকে এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা শুরুর দিনে মিরপুর মডেল থানার পক্ষ থেকে এ সেবা চালু করা হয়। এ ছাড়া মিরপুর থানা পুলিশ এদিন সকালে পরীক্ষাকেন্দ্রের সামনে ফুল, কলম ও চকলেট দিয়ে শিক্ষার্থীদের স্বাগত জানিয়েছে।