খিলগাঁওয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

লাশ
প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁও থানাধীন গোড়ান এলাকায় মণি বেগম (৩৫) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগে তাঁর স্বামীকে আটক করেছে পুলিশ। তাঁর নাম হায়দার ব্যাপারী।

নিহত মণি বেগম একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। তাঁরা উত্তর গোড়ানের নবীনবাগে থাকতেন।

পুলিশ দাবি করছে, পেশায় রংমিস্ত্রি হায়দার তাঁর স্ত্রী মণি বেগমকে হত্যা করার কথা স্বীকার করেছেন।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসান মুন্সী প্রথম আলোকে বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে বাড়িওয়ালার কাছ থেকে খবর পেয়ে নবীনবাগের বাসা থেকে মণি বেগমের লাশ উদ্ধার করা হয়। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। মণি বেগমের গলায় ফাঁস লাগানোর চিহ্ন রয়েছে।

ঘটনাস্থল থেকে হায়দারকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে বলেছেন, ‘স্ত্রীকে জিন আসর করায় জিন ছাড়াতে তাঁর গলা টিপে ধরি।’

পুলিশ জানায়, হায়দার–মণি দম্পতির ছেলে নয়ন (১৫) ও মেয়ে হাফিজা (১৭) কর্মজীবী। ঘটনার সময় তারা বাসায় ছিল না। মণির বাড়ি মাদারীপুরে।