রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় আজ মঙ্গলবার এলিভেটেড এক্সপ্রেসওয়ের শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন। এ সময় সংবাদ সংগ্রহ করতে গেলে চীনা কর্মকর্তাদের বাধার মুখে পড়েন প্রথম আলো এবং সময় টিভির প্রতিবেদক ও ক্যামেরা পারসন। তাঁদের একটি অফিসকক্ষে আটকে রেখে ভিডিও ফুটেজ মুছে ফেলতে চাপ দেওয়া হয়। পরে পুলিশের উপস্থিতিতে তাঁরা ওই কক্ষ থেকে বেরিয়ে আসেন।
সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের আটকে রেখে ভিডিও ফুটেজ মুছে ফেলতে চাপ দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে এড়িয়ে যান জু থো নামের অভিযুক্ত ওই কর্মকর্তা।
তেজগাঁও থানার পরিদর্শক (অপারেশন) সারওয়ার আলম খান প্রথম আলোকে বলেন, ‘চীনা কর্মকর্তারা সাংবাদিকদের ভেতরে নিয়ে তোলা ছবি মুছে ফেলতে বলেন। পরে আমরা সাংবাদিকদের সেখানে থেকে বাইরে নিয়ে আসি।’
এদিকে সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিক্ষোভ করার পর শ্রমিকেরা কাজে ফেরেন। পুলিশ বলছে, বকেয়া বেতনের প্রতিশ্রুতি পাওয়ার পর শ্রমিকেরা কাজে যোগ দেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র বলছে, সকালে কাজে যোগ না দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রায় ১০০ শ্রমিক বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। শ্রমিকেরা বলেন, প্রতি মাসের ১০ তারিখের মধ্যে তাঁদের বেতন পরিশোধ করা হয়। তবে আজ ২০ তারিখ হলেও তাঁদের বেতন দেওয়া হয়নি। বেতন না পাওয়া পর্যন্ত তাঁরা কাজে যোগ দেবেন না।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান প্রথম আলোকে বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের বেতন পাওয়ার ব্যবস্থা করে দিলে বেলা ১১টার পর তাঁরা কাজে ফেরেন। পরিস্থিতি এখন স্বাভাবিক।