গোলটেবিল বৈঠক

সাশ্রয়ী ও নিরাপদ সেবা নিশ্চিতের অঙ্গীকার বিটিআরসি চেয়ারম্যানের

বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী (অব.)
ছবি: বাসস

সাশ্রয়ী, বৈচিত্র্যময় ও নিরাপদ সেবা নিশ্চিতের অঙ্গীকার করেছেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী (অব.)। পাশাপাশি ডেটার দাম কমানো হবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি।

সোমবার রাজধানীর একটি হোটেলে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক, বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত ‘ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় টেলিকমিউনিকেশন নেটওয়ার্কের গুরুত্ব’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বিটিআরসি চেয়ারম্যান এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমরা পরিষেবাগুলোকে নিরাপদ, সাশ্রয়ী এবং বৈচিত্র্যময় করতে চাই। এ জন্য যা যা প্রয়োজন, আমরা তা করব।... আমরা শিল্প, সাধারণ মানুষ এবং এ বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে একটি স্বচ্ছ উপায়ে তা করতে চাই।’

এমদাদ উল বারী ডেটার দাম কমানোর প্রয়োজনীয়তা সম্পর্কে বলেছেন, ‘দাম পরিষেবার মূল চাবিকাঠি। ডেটার দাম অবশ্যই কমাতে হবে। কারণ, এটি আমাদের পরিষেবা সরবরাহ পরিকল্পনার অংশ।’

শুধু ডেটার দাম কমিয়ে নেটওয়ার্ককে বিপদে ফেলে টিকে থাকা সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, ‘আমাদের মূল কথা হলো পরিষেবাটি জনগণের কাছে পৌঁছে দেওয়া। ব্যবসাকে টেকসই করা আমাদের প্রাথমিক লক্ষ্য নয়, আমরা একটি উপায় হিসেবে ব্যবসাকে টেকসই করব। সেবাই আমাদের লক্ষ্য।’

বিটিআরসি চেয়ারম্যান বলেন, ‘পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য যা যা করা দরকার, তা আমরা করব। ২-৪টি এনটিটিএন কোম্পানি মান তৈরি করতে পারলে আমরা তাতে সীমাবদ্ধ থাকব। কিন্তু তা না হলে আমরা (এনটিটিএন লাইসেন্স) সংখ্যা বাড়িয়ে দেব।’
ইউনিফায়েড লাইসেন্স সম্পর্কে তিনি বলেন, এটি বিবেচনার বিষয়। আর প্রযুক্তি-নিরপেক্ষতা ব্যবসার বিতর্কের বিষয়। কোনো কিছু করার আগে ব্যাপক চিন্তাভাবনা করতে হবে। ২০২৭ সালের মধ্যে বেশ কয়েকটি বড় লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাবে।

দেশের তরুণ প্রজন্মের অল্প বিনিয়োগে কিছু ক্ষেত্রে ব্যবসা করার সুযোগ আছে জানিয়ে বিটিআরসি চেয়ারম্যান বলেন, বিপুলসংখ্যক তরুণ-তরুণী ডিজিটাল সেবা এবং ইন্টারনেট সেবাসংশ্লিষ্ট ব্যবসা করতে পারে।

বিভিন্ন স্তরে লাইসেন্সের বিষয়ে তিনি বলেন, বিপুলসংখ্যক লাইসেন্স দেওয়া যৌক্তিক নয়। তাই বেশ কয়েকটি লাইসেন্স স্থগিত করা উচিত।

গোলটেবিল আলোচনায় মূল বক্তব্য দেন টিআরএনবির সাবেক সভাপতি রাশেদ মেহেদী। টিআরএনবির সভাপতি সমীর কুমার দে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবিন।

টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) নুরুল মাবুদ চৌধুরী, ফাইবার অ্যাট হোমের ব্যবস্থাপনা পরিচালক মইনুল হক সিদ্দিকী, রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলম, বাংলালিংক চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার তৈমুর রহমান, অ্যামটব সেক্রেটারি জেনারেল লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুলফিকার (অব.), আইএসপিএবি সভাপতি এমদাদুল হক, সামিট কমিউনিকেশনস চিফ নেটওয়ার্ক আর্কিটেক্ট ফররুখ ইমতিয়াজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোসাদ্দেক কামাল তুষার, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইমুম রেজা তালুকদার প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।