ঈদের জন্য কেনাকাটা করতে গিয়ে গত কিছুদিন ব্যস্ত সময় কেটেছে ব্যাংকার ফারহানা সুলতানার। এখানে–ওখানে ছোটাছুটিতে রোদে ত্বক পুড়েছে। এর মধ্যে আবার অফিসের ব্যস্ততা ছিল। সব মিলে চোখেমুখে ক্লান্তি। কিন্তু উৎসবের সময় তো চেহারায় এমন ক্লান্তির ছাপ মানায় না।
ত্বকের সজীবতা ফেরাতে রাজধানীর মগবাজার এলাকার বাসিন্দা ফারহানা ছুটলেন পারলারে। বেইলি রোডের অরা বিউটি লাউঞ্জে ঢোকার পথে কথা হলো তাঁর সঙ্গে। বললেন, তিনি হাইড্রা ফেসিয়াল করাবেন। এ ফেসিয়াল আগেও করিয়েছেন। এটি মূলত ত্বকের শুষ্ক ভাব দূর করে প্রাণ ফিরিয়ে আনে। ফেসিয়ালের পাশাপাশি আইব্রো থ্রেডিং এবং মেনিকিউর-পেডিকিউরও (হাত ও পায়ের সৌন্দর্যচর্চা) করাবেন।
ঈদের আগে আগে ফারহানার মতো অনেকেই এখন ভিড় জমাচ্ছেন রাজধানীর পারলারগুলোতে। তা ছাড়া ঈদের পরপরই নববর্ষ। দুই উৎসবকে সামনে রেখে কেউ ত্বকের পরিচর্যা করাচ্ছেন, কেউ চুলের পরিচর্যা করছেন, আবার কেউ চুল-ত্বক দুটোই ঠিকঠাক করে নিচ্ছেন। পারলারে তরুণীদের ভিড়টা বেশি দেখা গেলেও বয়সী ও শিশুদের উপস্থিতিও একেবারে কম নয়। অনেকে আবার পরিবারের সদস্যরা দল বেঁধে আসছেন।
এবারের ঈদে অনেকেই বিভিন্ন রকমের হেয়ার ট্রিটমেন্ট করিয়ে নিচ্ছেন। এর মধ্যে কেরাটিন ট্রিটমেন্ট বেশি করাচ্ছেন। এতে চুল সাময়িক সময়ের জন্য সোজা থাকে এবং উজ্জ্বল দেখায়। এ ছাড়া হেয়ার স্পা ও ডিপ কন্ডিশনিং করাচ্ছেন কেউ কেউ।
রাজধানীর কয়েকটি সৌন্দর্যচর্চাকেন্দ্র ঘুরে দেখা গেল, ঈদ সামনে রেখে পারলারের কর্মীরা অনেক ব্যস্ত সময় পার করছেন। সেবা পেতে গ্রাহকদের সিরিয়াল নিয়ে অপেক্ষা করতে হচ্ছে।
অরা বিউটি লাউঞ্জের ব্যবস্থাপক ওবায়দা বুশরা বলেন, ‘ঈদে আমাদের এখানে গ্রাহকেরা হাইড্রা ফেসিয়াল ও ক্রিস্টাল ফেসিয়াল বেশি পছন্দ করছেন। আর চুলে কেরাটিন ট্রিটমেন্ট আর হেয়ার স্পার চাহিদা আছে বেশ।’
ফারজানা শাকিল’স মেকওভার স্যালনের বিপণন বিভাগের ব্যবস্থাপক অদিতি বাড়ৈ বলেন, ‘ফেসিয়াল, বডি ম্যাসাজ, মেনিকিউর-পেডিকিউর, হেয়ার কাট, হেয়ার কালার ও হেয়ার ট্রিটমেন্টের মতো সার্ভিসগুলোই ক্রেতারা বেশি নিয়ে থাকেন। হাইড্রা ডার্মাব্রেশন ফেসিয়ালসহ বিভিন্ন ধরনের স্কিন ব্রাইটেনিং ফেসিয়ালের চাহিদা বেশি থাকে; কারণ, কাস্টমাররা ঈদের আগে তাঁদের স্কিনে এক্সট্রা গ্লো চায়। কাস্টমারদের আমরা বিশেষ ছাড়ে প্যাকেজ দিচ্ছি।’
এবারের ঈদে অনেকেই বিভিন্ন রকমের হেয়ার ট্রিটমেন্ট করিয়ে নিচ্ছেন। এর মধ্যে কেরাটিন ট্রিটমেন্ট বেশি করাচ্ছেন। এতে চুল সাময়িক সময়ের জন্য সোজা থাকে এবং উজ্জ্বল দেখায়। এ ছাড়া হেয়ার স্পা ও ডিপ কন্ডিশনিং করাচ্ছেন কেউ কেউ।
সব শেষে মেহেদি না দিলে কেমন যেন ঈদ উৎসবের সাজে একটা ঘাটতি থেকে যায়। অনেকে দোকান থেকে মেহেদি কিনে বাসায় নিজেরাই লাগিয়ে নেন। তবে দক্ষ হাতে এবং সুন্দর নকশার মেহেদি লাগাতে কারও কারও ভরসা বিউটি পারলারগুলো।
অনেকে আবার ঈদে নিজেদের চেহারায় ভিন্নতা আনতে ভিন্নভাবে চুল কাটার পাশাপাশি চুলে রং করিয়ে নিচ্ছেন। যাঁরা পুরো চুলে রং করতে চান না, তাঁরা আবার চুলে স্টিক করে নিচ্ছেন।
পারসোনার গুলশান শাখার অপারেশনস ম্যানেজার ফারহানা কাশেম বলেন, ‘ঈদে গ্রাহকেরা ফেসিয়ালটাই বেশি করছেন। আমাদের এখানে জ্যানসেন ফেসিয়াল বেশ জনপ্রিয়। এ ছাড়া ক্লায়েন্টের ত্বকের ধরন অনুযায়ী আলাদা আলাদা ফেসিয়াল করানোর পরামর্শ দেওয়া হয়ে থাকে। ফেসিয়ালের পাশাপাশি পেডিকিউর-মেনিকিউর চলছে। আমাদের ডিলাক্স পেডিকিউর-মেনিকিউর বেশি জনপ্রিয়। অনেকে চুল কাটাচ্ছেন। চুলে ট্রিটমেন্ট করাচ্ছেন। চেহারায় ভিন্নতা আনতে চুলে কালারও করাচ্ছেন।’
সব শেষে মেহেদি না দিলে কেমন যেন ঈদ উৎসবের সাজে একটা ঘাটতি থেকে যায়। অনেকে দোকান থেকে মেহেদি কিনে বাসায় নিজেরাই লাগিয়ে নেন। তবে দক্ষ হাতে এবং সুন্দর নকশার মেহেদি লাগাতে কারও কারও ভরসা বিউটি পারলারগুলো।