রাসেল জমাদ্দার ওরফে রাসেল আহম্মেদ
রাসেল জমাদ্দার ওরফে রাসেল আহম্মেদ

কারওয়ান বাজার এলাকায় চাঁদাবাজির অভিযোগে রাসেল জমাদ্দার গ্রেপ্তার

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় চাঁদাবাজির অভিযোগে রাসেল জমাদ্দার ওরফে রাসেল আহম্মেদকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে তাঁকে কারওয়ান বাজারের স্টার কাবাব রেস্টুরেন্টের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ খবর নিশ্চিত করেছেন।

তেজগাঁও থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার রাসেল রাজধানীর কারওয়ান বাজার এলাকায় পুলিশের তালিকাভুক্ত চাঁদাবাজ ও সন্ত্রাসী। তিনি তেজগাঁও ও আশপাশের এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতেন। আজ গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা–পুলিশের একটি দল।

রাসেল জমাদ্দারের নামে তেজগাঁও থানায় চাঁদাবাজিসহ বিস্ফোরক দ্রব্য আইনে মোট চারটি মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।