বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা করায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সব নির্বাহী সদস্যের পদত্যাগের দাবি তুলেছে বেসিস সংস্কার পরিষদ। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সংবাদ সম্মেলন করে বেসিস সংস্কারের জন্য আট দফা দাবি পেশ করে তারা। তবে এই সংবাদ সম্মেলন চলাকালেই খবর আসে, পদত্যাগ করেছেন বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ। এ ঘটনাকে ‘সুসংবাদ’ হিসেবে আখ্যায়িত করে নিউরো সফট টেকনোলজিসের পরিচালক মো. মিজানুর রাহমান বলেন, অবিলম্বে অন্য সদস্যদেরও পদত্যাগ করতে হবে।
আজকের সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইনফোবান রেল্মের ব্যবস্থাপনা পরিচালক ফৌজিয়া নিগার সুলতানা। লিখিত বক্তব্যে বলা হয়, ‘বিগত বছরগুলোর বেসিস নির্বাচন ছিল অনৈতিক এবং বিতর্কিত। সব কটি প্যানেলই সজীব ওয়াজেদ জয়, সালমান এফ রহমান ও জুনাইদ আহ্মেদ পলকের ইচ্ছানুসারে স্বেচ্ছাচারী পন্থায় চাপানো হয়েছিল। নির্বাচনে জিততে তারা নির্বাচনের আগে প্রক্সি ভোটার তৈরি করে এবং বৈধ সদস্যদের ভোট দিতে বাধা দেয়। গত নিবা৴চনে বেসিসের ২ হাজার ৬০০ সদস্যের মধ্যে ভোট দিতে পেরেছিল সর্বোচ্চ ৯০০ জন।’
লিখিত বক্তব্যে আরও বলা হয়, ভিন্নমতের সদস্যদের ভোট থেকে বিরত রাখতে করা হয় ইলেকশন ইঞ্জিনিয়ারিং। অভিযোগ আছে, এসব নির্বাচনে পদপ্রাপ্ত প্রায় সব সদস্য সরকারের মদদপুষ্ট ছিলেন। বিভিন্ন সময় তাঁরা বেসিসের কোষাগার থেকে প্রচুর অর্থ ব্যয় করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও সাধারণ সদস্যদের হয়রানি করেছেন। মত প্রকাশ করতে বাধা দিয়েছেন।
এরপর সাংবাদিকদের উপস্থিতিতে আট দফা দাবি পেশ করেন বেসিস সংস্কার পরিষদের সদস্যরা। সেগুলো হলো, বর্তমান নির্বাহী কমিটির সবাইকে পদত্যাগ, ভুয়া সদস্যদের বাতিল, সদস্যপদ নবায়ন, প্রেসিডেন্ট ফোরাম নামের স্বেচ্ছাচারী প্ল্যাটফর্মের অবসান। এর পাশাপাশি আছে বেসিসের গঠনতন্ত্র পুনর্গঠন করে এতে বৈষম্য দূর, নতুন গঠনতন্ত্র প্রণয়ন, বেসিসের বিদ্যমান স্টুডেন্ট বডিকে প্রকৃত অর্থে সক্রিয় করা এবং সদস্যদের স্বার্থ দেখার জন্য গঠনতন্ত্র সংশোধন।
দাবির পক্ষে উপস্থিত ছিলেন বেসিস সংস্কার কমিটির ছয় সদস্য এইচ আর সফট বিডির প্রধান নির্বাহী পরিচালক এ এইচ এম রোকমুনুর জামান, নিউরো সফট টেকনোলজিসের পরিচালক মো. মিজানুর রাহমান, ড্রিম টেক বিডির পরিচালক মো. জসীম উদ্দিন নিজামী, ওএস আইটি সলিউশনস লিমিটেডের পরিচালক ও ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান, ম্যাটিওরস ডটকমের প্রধান নির্বাহী পরিচালক মো. মোস্তাইন বিল্লাহ ও বাংলা পাজেল লিমিটেডের প্রধান নির্বাহী মো. আবদুল মজিদ।