রাজধানীর মালিবাগে রেস্তোরাঁর সিলিন্ডার থেকে আগুনের ঘটনায় দগ্ধ আরও একজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁর নাম হান্নান হোসেন (২৮)। তিনিসহ এ ঘটনায় দগ্ধ চারজনকে হাসপাতালে ভর্তি করা হলো। তাঁরা সবাই রেস্তোরাঁকর্মী।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, হান্নান হোসেনের শরীরের ৬৫ শতাংশ পুড়ে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
আজ বুধবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে মালিবাগ মোড়ে একটি ভবনের নিচতলায় শাহজালাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে নামের একটি হোটেলে সিলিন্ডার থেকে আগুন লাগে। এর পরপরই দগ্ধ মো. সবুজ (২০), মো. মারুফ (১৬) ও মো. জুলহাস নামে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, রেস্তোরাঁকর্মীরা ইফতারি তৈরির সময় সিলিন্ডারের ছিদ্র থেকে বের হওয়া গ্যাসে আগুন লাগলে চারজন দগ্ধ হন।
আগুনের ঘটনার পর দগ্ধ তিনজনকে হাসপাতালে নেন তৌহিদ হোসেন নামের তাঁদের এক সহকর্মী। তিনি বলেন, হোটেলের সামনে তাঁরা ইফতারি বিক্রি করছিলেন। হঠাৎ গ্যাস সিলিন্ডারের পাইপ ছিদ্র হয়ে সেখান থেকে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন এর আগে জানিয়েছেন, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগে স্থানীয় লোকজন আগুন নেভান।