সচিবালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক
সচিবালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক

সচিবালয়ের আগুন কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আসবে, আশা ফায়ার সার্ভিসের

রাজধানীতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে সকাল পৌনে ৭টার দিকে সংস্থাটির মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল এক ব্রিফিংয়ে এ কথা জানান। তিনি বলেন, আগুন নেভানোর কাজে যোগ দিয়ে সড়কে ট্রাকের চাপায় তাঁদের একজন কর্মী নিহত হয়েছেন।

ফায়ার সার্ভিসের ডিজি বলেন, তাঁরা আশা করছেন আধঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। সচিবালয়ের ৭ নম্বর ভবনটির ষষ্ঠ, সপ্তম ও অষ্টম তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। কী কারণে আগুনের সূত্রপাত, তা নিশ্চিত হওয়া যায়নি।

জাহেদ কামাল বলেন, ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ১০টি ইউনিট সরাসরি কাজ করেছে। ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলো ভেতরে ঢোকানো যাচ্ছিল না, তাই গেট ভেঙে দুটি গাড়ি ঢোকানো হয়েছে। তিনি আরও বলেন, ‘ফায়ার সার্ভিসের ২১১ জন কর্মী আগুন নিয়ন্ত্রণে নিয়োজিত। কর্মীরা বিভিন্ন কক্ষে ঢুকে দেখছেন, আগুন নেভানোর কাজ করছেন। সেই কাজ প্রায় শেষের দিকে।’

ফায়ার সার্ভিসের ডিজি বলেন, পানির পাম্প থেকে লাইনের সংযোগ দিতে সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় ফায়ার সার্ভিসের কর্মী সোহানুজ্জামান নয়ন আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। সোহানুজ্জামান তেজগাঁওয়ে স্পেশাল ইউনিটে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলায়।

আগুন লাগার কারণ জানতে চাইলে ফায়ার সার্ভিসের ডিজি সাংবাদিকদের বলেন, ‘এখনো সেটা জানা সম্ভব হয়নি। আগুন নেভানোর পর তদন্তে বিষয়টি জানা যাবে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভবনের ভেতরে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা, তা এখন পর্যন্ত তাঁরা জানতে পারেননি।