মশার লার্ভা পাওয়ায় সাড়ে ৯ লাখ টাকা জরিমানা

রাজধানীর উত্তরা এলাকায় পাত্রে জমে থাকা পানিতে মশার লার্ভা আছে কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে
ছবি:  উত্তর সিটি করপোরেশনের সৌজন্যে

ডেঙ্গুর বাহক এডিস মশার লার্ভা পাওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকার ৩৯টি স্থাপনার মালিককে ৯ লাখ ৪৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার দুই সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন ১৬টি স্থাপনার মালিককে জরিমানা করেছে ৫ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ২৩টি স্থাপনার মালিককে ৩ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করেছে।

দুই সিটি করপোরেশনের জনসংযোগ শাখা গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানিয়েছে।

উত্তর সিটি থেকে বলা হয়েছে, সংস্থার ১০টি অঞ্চলে আজ অভিযান চালানো হয়েছে। মাসব্যাপী বিশেষ মশকনিধন অভিযান তদারকির জন্য সব বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে ১০টি দল গঠন করা হয়েছে। এই দলগুলো প্রতিদিন চলমান অভিযান তদারক করছে। এডিস মশার লার্ভা খুঁজতে জুলাই মাসজুড়ে এ অভিযান চলবে।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি বলেছে, এডিস মশার প্রজননস্থল ধ্বংসে করপোরেশনের আওতাধীন এলাকায় আজ ৭৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ চিরুনি অভিযান চালানো হয়েছে। পাশাপাশি সচিবালয়সহ সরকারের গুরুত্বপূর্ণ কার্যালয়, মসজিদ, কমিউনিটি সেন্টার, কবরস্থান, মার্কেট ইত্যাদি স্থান ও স্থাপনায় বিশেষ এই অভিযানের ব্যাপ্তি বৃদ্ধি করা হয়েছে।