পাসপোর্ট ফেরত দেওয়ার দাবিতে রাজধানীর গুলশান এলাকায় মানববন্ধন করেছেন ইতালি গমন–ইচ্ছুক শতাধিক ব্যক্তি। রোববার দুপুরে গুলশান-১ চত্বর এলাকায় তাঁরা মানববন্ধন করেন। তবে পুলিশের বাধার মুখে পড়েন তাঁরা।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিদের দাবি, ইতালি যেতে তাঁরা গুলশানের ভিএফএস গ্লোবাল এজেন্সিতে পাসপোর্টসহ কাজের অনুমতিপত্র জমা দিয়েছিলেন। কিন্তু এক বছর পার হয়ে গেলেও তাঁরা ভিসা পাননি। ফেরত পাচ্ছেন না পাসপোর্টও। তাই এজেন্সির কাছে মানববন্ধন করেন তাঁরা।
মানববন্ধনে অংশ নেওয়া মো. সুমন নামের এক যুবক প্রথম আলোকে জানান, তিনি মালয়েশিয়াতে চাকরি করতেন। সেখান থেকে ইতালিতে যাওয়ার জন্য আবেদন করেছিলেন। ইতালির একটি কোম্পানি থেকে কাজের অনুমতিপত্রও পেয়েছিলেন। এই অবস্থায় তিনি দেশে ফিরে এসে ভিসার জন্য ভিএফএসে পাসপোর্ট জমা দিয়েছিলেন। কিন্তু প্রায় এক বছর পার হয়ে গেলেও তিনি ভিসা পাননি। এখন পাসপোর্টও ফেরত পাচ্ছেন না।
সুমনের মতো শতাধিক ভুক্তভোগী ব্যক্তি মানববন্ধনে অংশ নেন। তাঁদের অভিযোগ, ভিএফএস গ্লোবাল এজেন্সি তাঁদের সঙ্গে প্রতারণা করছে। ইতালীয় কোম্পানির বেঁধে দেওয়া সময়ের মধ্যে তাঁরা কাউকে ভিসা দিচ্ছেন না। এতে লাখ লাখ টাকা জমা দিয়েও তাঁরা ইতালিতে যেতে পারছেন না।
মানববন্ধনে পুলিশি বাধা প্রসঙ্গে তাঁরা বলেন, যৌক্তিক দাবিতে তাঁরা গুলশানে শান্তিপূর্ণভাবে মানববন্ধন পালন করছিলেন। তখন পুলিশ বাধা দেয়। পুলিশ সদস্যরা তাঁদের কাছ থেকে ব্যানার–ফেস্টুন কেড়ে দেয়।
এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, কূটনৈতিক এলাকায় অনুমতি না নিয়েই তাঁরা মানববন্ধন করছিলেন। তাই পুলিশ তাঁদের সরিয়ে দিয়েছে।