সায়েন্স ল্যাব এলাকায় বিস্ফোরণ

হঠাৎ প্রচণ্ড শব্দ পান, দেখেন হাত দিয়ে রক্ত পড়ছে

নিরাপত্তাকর্মী মো. আনিস
নিরাপত্তাকর্মী মো. আনিস

রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ভবনে বিস্ফোরণের সময় নিচের রাস্তায় ফটকে দায়িত্ব পালন করছিলেন নিরাপত্তাকর্মী মো. আনিস। হঠাৎই প্রচণ্ড শব্দ পান তিনি। এরপর কোনো কিছুর আঘাত এসে লাগে হাতে। দেখেন হাত দিয়ে রক্ত পড়ছে।

আজ রোববার বেলা ১১টার কিছু আগে ওই ভবনে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আধঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) বিস্ফোরণ থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ওই সময় ভবনের নিচে ফটকে দাঁড়ানো নিরাপত্তাকর্মী মো. আনিস গণমাধ্যমের কাছে তাঁর অভিজ্ঞতার কথা জানান। আনিস বলেন, হাতে আঘাত লাগার পর তিনি ওষুধের দোকানে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর ফিরে এসে  ভবনের তিনতলায় ফিনিক্স ইনস্যুরেন্সের কার্যালয় থেকে ইট, কাচ খুলে নিচে পড়তে দেখেন। রাস্তায় অনেক লোক দেখেন। আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যেতে দেখেছেন মো. আনিস।

বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে তিনজন নিহত হওয়ার খবর জানিয়েছে পুলিশ। তাঁরা হলেন শফিকুজ্জামান (৪৫), আবদুল মান্নান (৬৫) ও তুষার।

ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে।