সংযুক্ত আরব আমিরাতের শারজা থেকে ইউএস বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় আসা এক ব্যক্তির কাছ থেকে ৪ কোটি ৬০ লাখ টাকা মূল্যমানের সোনা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। শুক্রবার সকালে ৪ কেজি ৪৯২ গ্রাম সোনাসহ তাঁকে আটক করা হয়। ওই যাত্রীর নাম মোহাম্মদ শহীদ মিয়া। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইমিগ্রেশন শেষ করে সকাল সাড়ে নয়টার দিকে ওই যাত্রী গ্রিন চ্যানেলের স্ক্যানিং মেশিন অতিক্রম করছিলেন। তখন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা কোনো কিছু আছে কি না, জিজ্ঞাসা করলে তিনি ১০০ গ্রাম ওজনের স্বর্ণালংকার থাকার কথা স্বীকার করেন। পরে তাঁর কাছ থেকে ৩০ গ্রাম ওজনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়। পরে জামাকাপড়গুলো খুলে স্ক্যান করা হলে সেগুলোর মধ্যে বিশেষভাবে লুকিয়ে রাখা সোনা পাওয়া যায়। পরে তাঁর পরা ১৬টি কাপড় (যার মধ্যে শর্টস প্যান্ট ৯টি, স্যান্ডো গেঞ্জি ৬টি ও ফুল প্যান্ট ১টি) থেকে সোনাগুলো উদ্ধার করা হয়।
শহীদ মিয়ার বিরুদ্ধে চোরাচালান প্রতিরোধ আইনের ১৬৮ ধারায় বিমানবন্দর থানায় একটি মামলা করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।