সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী ও মিষ্টি কাজী
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী ও মিষ্টি কাজী

কবির জন্মদিনে সরকারি ছুটি ও রচনাবলির অনুবাদ চান দুই নাতনি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে সরকারি ছুটি চান কবির এক নাতনি। এই নাতনি কবির রচনাবলি অনুবাদের মাধ্যমে পৃথিবীর সব ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দিতে চান। আরেক নাতনির চাওয়া, কাজী নজরুল ইসলামের একটি গান যেন জাতীয়ভাবে ব্যবহার করা হয়।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এমন চাওয়ার কথা জানান কবির নাতনি খিলখিল কাজী ও মিষ্টি কাজী।

আজ শনিবার সকাল সোয়া সাতটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন খিলখিল কাজী ও মিষ্টি কাজী।

সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে খিলখিল কাজী সাংবাদিকদের বলেন, ‘কাজী নজরুল ইসলামের একটি গান জাতীয়ভাবে ব্যবহার করা উচিত। সেটা “দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে” হতে পারে।’

মিষ্টি কাজী বলেন, ‘জাতীয় কবির জন্মদিনে সরকারি ছুটি এখনো কেন ঘোষণা করা হয়নি? আমাদের একটা আবেদন, এটা করা হোক। নজরুল রচনাবলি আমাদের জাতীয় সম্পদ। সেই রচনাবলি অবিলম্বে অনুবাদের মাধ্যমে পৃথিবীর সব ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দেওয়া হোক। এটাও আমাদের একান্ত কাম্য।’

খিলখিল ও মিষ্টি কবির বড় ছেলে কাজী সব্যসাচীর মেয়ে।