রাজধানীর বনানী এলাকায় সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অটোরিকশায় থাকা দুই আরোহী আহত হয়েছেন।
নিহত অটোরিকশাচালকের নাম শহিদুল ইসলাম। আর আহত দুই আরোহী হলেন মালতি রানী ও তাঁর ছেলে বিশ্বজিৎ।
বনানী থানার উপপরিদর্শক (এসআই) জুবাইদুল ইসলাম বলেন, বিমানবন্দর এলাকা থেকে যাত্রী নিয়ে ফার্মগেটে আসছিল অটোরিকশাটি। বনানী এলাকার সড়কে কোনো একটি যানবাহনের সঙ্গে অটোরিকশাটি সজোরে ধাক্কা খায়। এতে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারায়। অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
ঘটনাস্থল থেকে আহত অবস্থায় অটোরিকশার চালক ও দুই যাত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অটোরিকশাচালককে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত মা ও ছেলে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এসআই জুবাইদুল জানান, শহিদুলের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বজনদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে তাঁদের কাছে লাশটি হস্তান্তর করা হয়।
শহিদুলের ছেলে সজীব রায়হান বলেন, তাঁর বাবা গতকাল রাত ১০টার দিকে ভাড়ায় চালিত অটোরিকশা নিয়ে বের হন। আজ ভোরে বনানী থানা-পুলিশের মাধ্যমে জানতে পারেন, তাঁর বাবা সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।
শহিদুলের বাড়ি যশোর সদর উপজেলার নুরপুর গ্রামে। বাবার নাম আবুল কাশেম। তিনি ঢাকার কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তাঁর দুই ছেলে রয়েছে।