র্যাবের তত্ত্বাবধানে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অপারেশন সুন্দরবন–এর ‘পর্দায় না বলা গল্প’ শিরোনামে একটি বই প্রকাশিত হয়েছে। রাজধানীর কারওয়ান বাজার র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে বইটির মোড়ক উন্মোচন করেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তির তথ্য বলছে, চলচ্চিত্রটি তৈরি করতে গিয়ে যে প্রতিকূলতা মোকাবিলা করতে হয়েছে, টিম অপারেশন সুন্দরবন–এর সেসব অভিজ্ঞতা তুলে ধরার জন্য ‘পর্দায় না বলা গল্প’ বইটি প্রকাশ করা হয়েছে।
র্যাব বলছে, অপারেশন সুন্দরবন চলচ্চিত্রের প্রচারণার অংশ হিসেবে চলচ্চিত্রের হারিয়ে যাওয়া ঐতিহ্য হাতে আঁকা পোস্টার ও তাঁর শিল্পীদের তুলে আনা হয়েছে। বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার রক্ষার লক্ষ্যে প্রচারণার অংশ হিসেবে শিশুদের নিয়ে ‘টাইগার ক্যাম্পেইন’ আয়োজন করা হয়।
র্যাবের পক্ষ থেকে আরও বলা হয়েছে, চলচ্চিত্রটি শুভমুক্তির পর মহাসমারোহে পার করেছে ৫০ দিন। চলচ্চিত্রটির নির্মাণশৈলী, সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপস্থাপন ও রোমাঞ্চকর কাহিনী দর্শকদের প্রশংসা ও ভালোবাসায় সিক্ত হয়েছে।
বইটি সংকলন ও সম্পাদনা করেছেন খায়রুল বাবুই। প্রকাশনার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, চলচ্চিত্র পরিচালক দীপংকর দীপন, অভিনয়শিল্পী রিয়াজ, সিয়াম, মনোজ প্রমানিক, নুসরাত ফারিয়া, মনির খান শিমুল, দিপু ইমাম, এহসান প্রমুখ।