আজ সকালে ঢাকায় বাসের সংখ্যা কম লক্ষ করা গেছে। শেওড়াপাড়া, ২৪ আগস্ট
আজ সকালে ঢাকায় বাসের সংখ্যা কম লক্ষ করা গেছে। শেওড়াপাড়া, ২৪ আগস্ট

সকাল ৮টায় অফিস

ঢাকায় বাস কম, দাঁড়িয়ে যাচ্ছেন যাত্রীরা

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস আজ বুধবার সকাল আটটা থেকে শুরু হয়েছে। প্রথম দিনের সকালে রাজধানী ঢাকায় গণপরিবহনের সংখ্যা কম লক্ষ করা গেছে।

আজ সকালে ঢাকায় প্রায় প্রতিটি বাসে যাত্রীদের দাঁড়িয়ে যেতে দেখা গেছে। অনেককে বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতেও দেখা গেছে।

রাজধানীর ফার্মগেট এলাকায় সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত অবস্থান করে দেখা যায়, নতুন সময়ে অফিস ধরতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ব্যক্তিগত গাড়ি, স্টাফ বাস ও মোটরসাইকেলে যাচ্ছেন।

সকালে সড়কে বেসরকারি বাস পর্যাপ্ত দেখা যায়নি

সকালে সড়কে বেসরকারি বাস পর্যাপ্ত দেখা যায়নি। যে বাস ছিল, তার প্রায় প্রতিটিতে যাত্রীরা দাঁড়িয়ে গেছেন। বাসে নারীদেরও দাঁড়িয়ে যেতে দেখা গেছে।

বাসের জন্য অনেক সময় অপেক্ষা করতে দেখা গেছে অফিসগামী যাত্রীদের। নির্দিষ্ট গন্তব্যে বাস পেতেও সমস্যায় পড়তে হয়েছে অনেককে।

ঘুম থেকে ঠিক সময়ে উঠতে না পারাসহ নানা কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কেউ কেউ অফিসের বাস পাননি বলে জানালেন। ফার্মগেটে এমন একজন সরকারি কর্মজীবী বলেন, ‘বাস মিস করেছি। এখন কথা বলার মুড নাই।’

সাধারণ মানুষও বাস না পেয়ে ভোগান্তির শিকার হয়েছেন। ষাটোর্ধ্ব আমিনুল হক স্ত্রীকে নিয়ে ফার্মগেটে বাসের অপেক্ষায় ছিলেন। তিনি বলেন, ‘বারডেম হাসপাতালে যাওয়ার জন্য প্রায় আধা ঘণ্টা ধরে অপেক্ষা করছি। কিন্তু কোনো বাসে উঠতেই পারছি না।’

বাসের জন্য অপেক্ষা

আদালতও আজ থেকে সকাল আটটায় খুলছে। ফলে, আইন পেশায় নিয়োজিত ব্যক্তিরাও সকালে বের হয়েছেন। মো. তুহিন নামের এক আইনজীবী বলেন, ‘আজে মনে হচ্ছে বাস কম। ১৫ থেকে ২০ মিনিট ধরে দাঁড়িয়ে আছি। বাসের দেখা নেই।’

আবদুর রউফ নামের এক বাসচালকের সহকারী বলেন, ‘আজ যাত্রীর চাপ বেশি।’

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা সরকারি অফিসের সময় এক ঘণ্টা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ব্যাংকের লেনদেনের সময়ও এগিয়ে আনা হয়েছে। এ ছাড়া সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি থাকবে দুই দিন। গত সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।