রাজধানীর শ্যামলীতে আগুন লাগা বহুতল ভবন থেকে মৃত একজনকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ভবনের বিভিন্ন তলায় আটকে পড়া ২৩ জনকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রূপায়ণ শেলফোর্ড নামের ২০ তলা ওই ভবনের ৭ তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের চেষ্টায় দিবাগত রাত ২টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের দেওয়া তথ্য অনুযায়ী, আগুন লাগার পর ভবনের ১৯ তলা থেকে মৃত এক ব্যক্তিকে (পুরুষ) উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রাফি আল ফারুক বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের একটি, মোহাম্মদপুর ও কল্যাণপুরের দুটি করে মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে আরও ৯টি ইউনিট কাজে যোগ দেয়।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি। তদন্তের পর আগুন লাগার কারণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।