সিদ্দিকবাজারের বিধ্বস্ত ভবনে আজ বুধবার আবার উদ্ধার তৎপরতা শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা
সিদ্দিকবাজারের বিধ্বস্ত ভবনে আজ বুধবার আবার উদ্ধার তৎপরতা শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা

সিদ্দিকবাজারের বিস্ফোরণ

নিখোঁজ তিনজনের ব্যাপারে এখনো কিছু জানা যায়নি: অতিরিক্ত জেলা প্রশাসক

রাজধানীর গুলিস্তানের নর্থ সাউথ রোডের সিদ্দিকবাজারে ভবন বিস্ফোরণের ঘটনায় তিনজন নিখোঁজ আছেন। তাঁদের ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। আজ বুধবার ঢাকা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এ টি এম হেদায়েতুল ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেছেন।

গতকাল মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে সিদ্দিকবাজারের নর্থ সাউথ রোডের সাততলা ভবনটিতে বিস্ফোরণ ঘটে। এর পাশের একটি পাঁচতলা ভবনও এতে ক্ষতিগ্রস্ত হয়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনের প্রাণহানি হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৭টি লাশ ছিল। এর মধ্যে ১৬ জনের লাশ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করেছে জেলা প্রশাসন। অপর একজনের লাশ স্বজনেরা নিজ উদ্যোগে নিয়ে গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে জেলা প্রশাসনের সহায়তাকেন্দ্র ও নিয়ন্ত্রণকক্ষ স্থাপন করা হয়েছে। আজ ঢাকা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এ টি এম হেদায়েতুল ইসলাম সাংবাদিকদের বলেন, স্বজনেরা তাঁদের কাছে পাঁচজন নিখোঁজ থাকার তথ্য জানিয়েছিলেন। এর মধ্যে দুজনের খোঁজ পাওয়া গেছে। তিনজনের ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।

হতাহত ব্যক্তিদের পরিবারকে ঢাকা জেলা প্রশাসন অর্থসহায়তা দেবে বলেও উল্লেখ করেন এ টি এম হেদায়েতুল। তিনি বলেন, নিহত ব্যক্তিদের পরিবারকে ৫০ হাজার, গুরুতর আহত ব্যক্তিদের ২৫ হাজার এবং সাধারণ আহত ব্যক্তিদের ১৫ হাজার টাকা করে দেওয়া হবে।

বিধ্বস্ত ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় উদ্ধারকাজ গতকাল রাত পৌনে ১১টার দিকে স্থগিত করা হয়েছিল। আজ সকাল ৯টার পর আবার শুরু হয়েছে উদ্ধারকাজ।

ইতিমধ্যে এ বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার এ তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। আগামী পাঁচ দিনের মধ্যে কমিটি প্রতিবেদন দেবে।